ঈশ্বর পূজার নামে বৃত্তি পূজায়
তুমি দিচ্ছ তেড়ে শান;
সেই চলার পথে বাধা হ'য়ে
বৃত্তি প্রবৃত্তির গিঁটের গেঁড়োয়
হবে কিন্তু খানখান। বন্ধু! সাবধান।
জীবন তরী যদি বাঁধা আছে তোমার
হবে কিন্তু খানখান। বন্ধু! সাবধান।
জীবন তরী যদি বাঁধা আছে তোমার
ঠাকুর অনুকূলে
তবে জীবন জুড়ে কেন
ঘনায় অন্ধকার!?
কেন জীবন যায় ব'য়ে
তবে জীবন জুড়ে কেন
ঘনায় অন্ধকার!?
কেন জীবন যায় ব'য়ে
বাঁচা-বাড়ার প্রতিকুলে!?
তাঁর মিশন রথের দড়ি ধ'রে
মারছো কেন টান!?
তাঁর চলাই যে তোমার চলা,সেই চলার পথে বাধা হ'য়ে
কেন করছো মৃত্যুকে আহ্বান!?
তেমনি ঠাকুর আর তোমার মাঝেও
ঠাকুর আর আমার মাঝে
নেই কেউ, নেই তুমি;তেমনি ঠাকুর আর তোমার মাঝেও
নেই কেউ, নেই আমি।
তাই আজও হ'য়ে একাত্ম
আছি তুমি আর আমি!!
প্রাজ্ঞতা দিয়ে আমার লাভ কি
যদি সেই প্রাজ্ঞতা শেখায় অশ্রদ্ধা,
শেখায় আমায় ভাঙন!?
এই জীবন ব'হে লাভ কি
যদি জীবন ব'হে আনে মরণ!?
( লেখা ১৩ই ডিসেম্বর;'২০১৭)_
No comments:
Post a Comment