দয়াল প্রভুর চরণ তলে
(তোরা) সবাই মিলে আয়।
দয়াল প্রভুর তরে পরাণ কেমন করে
হাসি আর আঁখিতে মন কেড়ে নেয়।
আয় আয় আয় সবাই মিলে আয়।
দয়াল প্রভুর চরণ তলে তোরা
সবাই মিলে আয়।
দয়াল প্রভুর চরণ তলে তোরা
সবাই মিলে আয়।
দয়াল প্রভুর হাসিতে হৃদয় হারায়
মিষ্টি মধুর বুলি তে পরাণ জুড়ায়
প্রেমের বারিষ ঝরে দুঃখ ব্যথা হরে
ব্যথাহারী দয়াল প্রভু ডাকছে যে তোমায়।
ব্যথাহারী দয়াল প্রভু ডাকছে যে আমায়।
জামতলার ওই ঘরে দয়ালে শুধায়
প্রাণে ব্যথা দিলে তোমার কেমন বলো হয়?
আঁখি জলে ভাসে তবু দয়াল প্রভু হাসে
কান্না ভেজা গলায় প্রভু বুকেতে জড়ায়।
প্রেম মদিরায় ভাসে দয়াল প্রেমময় নাম
প্রেমের জোয়ার তুলে চলো দেওঘর ধাম
দিঘরিয়া পাহাড়ে দারোয়ার জলেতে
বাতাসে আর ঢেউয়ে নাচে অনুকূল নাম।
মিষ্টি মধুর বুলি তে পরাণ জুড়ায়
প্রেমের বারিষ ঝরে দুঃখ ব্যথা হরে
ব্যথাহারী দয়াল প্রভু ডাকছে যে তোমায়।
ব্যথাহারী দয়াল প্রভু ডাকছে যে আমায়।
জামতলার ওই ঘরে দয়ালে শুধায়
প্রাণে ব্যথা দিলে তোমার কেমন বলো হয়?
আঁখি জলে ভাসে তবু দয়াল প্রভু হাসে
কান্না ভেজা গলায় প্রভু বুকেতে জড়ায়।
প্রেম মদিরায় ভাসে দয়াল প্রেমময় নাম
প্রেমের জোয়ার তুলে চলো দেওঘর ধাম
দিঘরিয়া পাহাড়ে দারোয়ার জলেতে
বাতাসে আর ঢেউয়ে নাচে অনুকূল নাম।
শাখে শাখে পাখি ডাকে মিষ্টি মধুর সুরে তে
কত শোভা চারিদিকে আকাশে বাতাসে
দয়াল প্রভুর হাসিতে মুক্তো ঝ'রে পড়ে
সেই হাসিতে জুড়ায় হৃদয় দেহ-মন প্রাণ।
কত শোভা চারিদিকে আকাশে বাতাসে
দয়াল প্রভুর হাসিতে মুক্তো ঝ'রে পড়ে
সেই হাসিতে জুড়ায় হৃদয় দেহ-মন প্রাণ।
(তোরা আয় আয় আয়---- মনমোহিনী নন্দন ---- সুরে)
No comments:
Post a Comment