আর দয়াল ঠাকুরের বার্তা আসুন একবার মন দিয়ে পড়ে নিই। আপনি পড়ুন ও সবাইকে পড়ান, পড়তে বলুন।
"সজাগ থেকো,
কারণ কখন প্রিয়পরম আসবেন-----
তা'র ঠিক নেইকো,
তুমি হয়তো আশা করনি যখন্
তখনই এসে পড়বেন।"---শ্রীশ্রীঠাকুর।
আপনার ঘর সাজিয়ে রাখুন, জানালা দরজা খুলে দিন, আলো, হাওয়া আর সুগন্ধিতে ভরিয়ে দিন ঘর। পজিটিভ চিন্তার হাওয়ায় ভরিয়ে রাখুন ঘর তাঁর আসার জন্য। হাসিমুখে থাকুন তিনি এলেন বলে। গরীব দুস্থ কেউ এলে তাকে খালি হাতে ফিরিও না। তাকে কিছু দিও। কে জানে কৌন রূপসে নারায়ণ মিল যায়। আর দয়াল প্রভুর জন্য তুলে রেখো যা হ'ক কিছু অর্ঘ।
পুজোর দিনগুলিতে শিশুরা হেসে উঠুক ঘরে ঘরে। শিশুরা আনন্দ পেলে মা সবচেয়ে বেশী খুশী হবেন। কারণ দয়াল ঠাকুর শিশুদের মধ্যেই অবস্থান করেন। তাই শিশুরা যেন কোনও অবস্থাতেই আনন্দ থেকে বঞ্চিত না হয়। তারা যেন এই আনন্দের দিনে কান্নাকাটি না করে। তাদের দিকে স্পেশাল নজর দিন। তারা আনন্দ করছে মানে দয়াল আপনার ঘরে আছেন, আছেন, আছেন। সত্য-সত্য-সত্য, তিন সত্য। দেখবেন সবাই প্রকৃত আনন্দ যাকে বলে সেই আনন্দ পাবেন।
No comments:
Post a Comment