Powered By Blogger

Friday, December 8, 2023

প্রবন্ধঃ কৃষি বিল ও আমরা! (১)

কৃষি বিল ঠিক না ভুল এইসমস্ত জটিল প্রশ্ন ঠিক বুঝতে পারিনি বা পারি না; যেমন বুঝতে পারছিলাম না নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কিত প্রশ্নে পক্ষ-বিপক্ষ বাদানুবাদের যৌক্তিকতা। আসলে বুঝতে পারছিলাম না কেন? বুঝতে পারছিলাম না নাকি বুঝতে দেওয়া হচ্ছিল না? কারণ যখনই দেশে কেন্দ্রে বা রাজ্যে যে সরকার ছিল সেই সরকারের নেওয়া সিদ্ধান্ত আজ পর্যন্ত কোনও বিরোধী দল দেশের দশের স্বার্থে তা যতই মঙ্গলজনক হ'ক না কেন মেনে নেয়নি আম জনতার স্বার্থে দলের কায়েমি স্বার্থকে অক্ষুন্ন রাখতে।
এবারেও প্রতিবারের মত সরকার গৃহীত কৃষি বিলের বিরোধিতায় বিরোধীরা একজোট এবং সঙ্গবদ্ধভাবে তারা ভারতবন্ধ ঘোষণা করে। পশ্চিমবঙ্গের বুকেও তার রেশ পড়ে। চিরাচরিত রাস্তা প্রতিবাদের শেষ অস্ত্র সেই ধর্মঘট আজ তার মান সম্মান ইজ্জত কৌলীন্য হারিয়ে ঘেয়ো কুত্তার পরিচয়ে এসে দাঁড়িয়েছে। ধর্মঘটকে আজ আর কেউ পাত্তা বা গুরুত্ব দেয় না। ফেক্লু রাস্তার কুত্তার হাল হ'য়েছে ধর্মঘটের। যে কেউ যে কোনও বিষয়ে যে কোনও সময়ে ধর্মঘট ডেকে দিলেই হ'লো! জনগণ সাড়া দিক আর নাই দিক ধর্মঘট ডাকা দিনগুলি সফল হওয়ার জন্য আভিনন্দন বারতা পৌঁছে যাবে জনগণের কাছে সঠিক সময়ে!
যাই হ'ক সব আন্দোলনই চাপা পড়েছে, পড়ে ও পড়বে। এই কৃষি বিল পাশ করা নিয়ে সমস্ত কায়েমি স্বার্থ রক্ষাকারী পক্ষ চুপ হ'য়ে যাবে যথাসময়ে! কাউকে কিচ্ছু করতে হবে না।।
শুধু আমি কয়েকটা প্রশ্ন করতে চাই ও উত্তর জানতে চাই। ফেসবুক বন্ধু কেউ কি ব'লে দেবেন?
প্রশ্নঃ ১) রাজ্যের হাত থেকে কৃষি গেল কেন্দ্রের অধিকারে।
তাতে কার ক্ষতি হ'লো আর কার লাভ হ'লো? কৃষকের নাকি
রাজ্যের?
এই ধর্মঘট পালনে কার সুবিধা হ'লো? কৃষকের নাকি রাজ্যের?
আর রাজ্যগুলি ও রাজনৈতিক দলগুলি কৃষকের স্বার্থে নাকি
নিজেদের স্বার্থে এই বিলের বিরোধিতা করছেন?
প্রশ্নঃ ২) মান্ডি ব্যবস্থার অবসান হ'লো কিসের ও কার স্বার্থে?
প্রশ্ন ২ এর বাকী জিজ্ঞাস্য পরবর্তী পোস্টে।
ক্রমশঃ

No comments:

Post a Comment