এমন ‘সত্য’-র মত সাথী আছে নাকি কেউ বন্ধু!!!???
আছে নাকি এমন কেউ যার কাছে
জীবন বুক টান টান ক'রে
মাথা উঁচু ক'রে দাঁড়ায় আর বলে,
আমার সমস্ত না-বলা কথা, সমস্ত গোপনীয়তা
দিলাম তোমায় উজার ক'রে,
অসহায়তা আর অপারগতা
জীবন জুড়ে যত ব্যর্থতা
পরাণ ভ’রে দিলাম তোমায়
থেকো বন্ধু তুমি আমার হৃদয় জুড়ে!
বন্ধু! পবিত্র এ শব্দের রেখো মান!
বিশ্বাস যেন নিঃশ্বাস খুঁজে খুঁজে
মাথা ঠুকে না মরে!!!!!!
এমন বন্ধু, এমন সাথী পাবো কোথায়!?
বিশ্বাস যেখানে নিঃশ্বাস হারায়!
সে-কি বন্ধু, সে-কি সাথী!?
হায়!! জীবন হায়!!!
‘সত্য’ই ঈশ্বর! ঈশ্বরই বন্ধু!!
জীবন মাঝে যদি রাখো তাঁরে
জীবন খুঁজে পাবে সেথায়
মরণ স্তব্ধ ক’রে!!
(লেখা ১লা নভেম্বর'২০১৪)
জীবন বুক টান টান ক'রে
মাথা উঁচু ক'রে দাঁড়ায় আর বলে,
আমার সমস্ত না-বলা কথা, সমস্ত গোপনীয়তা
দিলাম তোমায় উজার ক'রে,
অসহায়তা আর অপারগতা
জীবন জুড়ে যত ব্যর্থতা
পরাণ ভ’রে দিলাম তোমায়
থেকো বন্ধু তুমি আমার হৃদয় জুড়ে!
বন্ধু! পবিত্র এ শব্দের রেখো মান!
বিশ্বাস যেন নিঃশ্বাস খুঁজে খুঁজে
মাথা ঠুকে না মরে!!!!!!
এমন বন্ধু, এমন সাথী পাবো কোথায়!?
বিশ্বাস যেখানে নিঃশ্বাস হারায়!
সে-কি বন্ধু, সে-কি সাথী!?
হায়!! জীবন হায়!!!
‘সত্য’ই ঈশ্বর! ঈশ্বরই বন্ধু!!
জীবন মাঝে যদি রাখো তাঁরে
জীবন খুঁজে পাবে সেথায়
মরণ স্তব্ধ ক’রে!!
(লেখা ১লা নভেম্বর'২০১৪)
No comments:
Post a Comment