ইউ টিউবে প্রচারিত 'আচার্য পরম্পরা প্রসঙ্গে বাগ্মীপ্রবর শ্রী প্রলয় মজুমদার' ভিডিওটি দেখলাম ও শুনলাম।
একটানা একটুও না থেমে দম না নিয়ে উৎসাহে ভরপুর হয়ে আপনি বক্তব্য রেখে গেলেন! কি প্রাণশক্তি! ইষ্টে উৎসর্গীকৃত নিবেদিত প্রাণের অপরূপ পরিচয় পেলাম।
হে বাগ্মীপ্রবর,
কি অপুর্ব আপনার বক্তৃতা, আপনার বাচনভঙ্গি, আপনার বাকচাতুর্য! আপনার কৌশলী পদক্ষেপ, শব্দের যাদুকরী প্রভাব আপনাকে ক্রমশঃ নিয়ে গেল আপনার লক্ষ্য পূরণে সফল হ'তে। নিয়ে গেল ভিডিওর মাধ্যমে আপনার গোপন এজেন্ডা সুকৌশলে অপ্রত্যক্ষভাবে ধীরে ধীরে সৎসঙ্গীদের মনে গেঁথে দেওয়ার ইপ্সিত লক্ষ্যে! জানি না লক্ষ্য পূরণ হয়েছে কিনা কিংবা লক্ষ্যে পৌছেছেন কিনা।
আপনি সত্যমিথ্যার অপূর্ব রসায়নে ও যুক্তি অযুক্তির মোক্ষম ককটেলে বক্তৃতার মাধ্যমে সাধারণ সৎসঙ্গীদের মগজ ধোলাই-এ কি ভয়ংকর ভূমিকা পালন করলেন। আপনার প্রচার করার ক্ষমতা অনবদ্য ও অসীম! নারীসুলভ মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে নিয়ে গেলেন এক মিথ্যের অপপ্রচারের কল্পলোকে! বর্তমান সময়ের রাজনীতির ময়দানে জয়ী সরকারী দলের প্রশাসনিক নেতৃত্বের উন্নতি আর দুর্নীতি দুই সহদর ভাইয়ের মত পাশাপাশি হাত ধ'রে মিষ্টি চলার যে কায়দা সেই একই কায়দায় চলা আপনার বক্তৃতার শুরু থেকে শ্রীশ্রীবড়দা সম্পর্কে আপনার তীব্র অনুভূতি ও উচ্চকন্ঠে প্রশংসা মিশ্রিত তীক্ষ্ণ সমালোচনা আমায় যারপরনায় স্তম্ভিত করলো! এত অপূর্ব মগজ ধোলাই-এর উচ্চ টেকনোলজি সমৃদ্ধ রক্তমাংসের মেশিন আপনি যা আমাকে নত মস্তকে স্বীকার করতে হ'লো। শ্রীশ্রীবড়দা সম্পর্কে আপনার কথার জাগলিং-এ অভুতপূর্ব প্রবল শ্রদ্ধা ভক্তি মিশ্রিত সূক্ষ্ম ও তীক্ষ্ণ সমালোচনা আমাকে মুগ্ধ করলো! দড়ির ওপর নিখুঁত ব্যালান্সের খেলায় অসামান্য দক্ষ জিমন্যাস্টিকের মত অনর্গল ননস্টপ কথার স্রোতে ভাসতে ভাসতে নিখুঁত দক্ষতায় লাইন থেকে লাইনে সরে যাওয়া এবং দক্ষ জাগলারের মত বাছা বাছা মোহনীয় শব্দ নিয়ে লোফালুফির খেলায় নিঃসন্দেহে একজন অতি দক্ষ নিপুণ খেলোয়ার আপনি! শব্দ নিয়ে জাগলিং বা ড্রিবল কাকে বলে তা আপনার কাছে শিখতে হবে। প্রশংসা আর স্তুতির বাণ ছুঁড়তে ছুঁড়তে কখন কোন সময়ে নিখুঁত লক্ষ্যে তীক্ষ্ণ সমালোচনার বাণে বিদ্ধ করতে হবে প্রতিপক্ষকে তা আপনি দেখালেন আপনার আচার্য পরম্পরা সম্পর্কিত বক্তৃতায়। প্রেমিক আফজল খাঁয়ের ছদ্মবেশ থেকে বেরিয়ে এসে কখন যে আচমকা কথার ছুরিতে মাখনে ছুড়ি চালাবার মত কথার ছুড়ি চালিয়ে দিলেন বিশ্বজুড়ে কোটি কোটি সৎসঙ্গীর চোখের মণি সবার বড়দা এ যুগের শ্রেষ্ঠ ভক্ত হনুমান শ্রীশ্রীবড়দার উপর তা বুঝতে বেশ কিছুটা সময় লেগেছিল! প্রশংসার মোড়কে নিন্দা সমালোচনা কেমন ক'রে করতে হয় তা আপনি শিখিয়ে গেলেন পরবর্তী প্রজন্মকে।
এই মহামূল্যবান অসামান্য বিদ্যা অর্জনের গুরু কি শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র নাকি শয়তান কিলবিস!?
পরবর্তী চিঠিতে আপনার বক্তব্য তুলে ধরবো। আপনাকে হ্যাটস অফ! সত্যিই আপনি বাগ্মীপ্রবর। আপনাকে প্রণাম!!
ইতি,
প্রকাশ বিশ্বাস (প্রবি)।
উত্তরপাড়া, হুগলী।
ক্রমশ।
#প্রবিরচিঠি
(লেখা ৬ই জুলাই'২০২৩)
No comments:
Post a Comment