Powered By Blogger

Wednesday, November 1, 2023

উপলব্ধিঃ দুষ্ট গরুর চেয়ে............।

আজ একজনকে ব্লক করলাম, করলাম অনেকদিন অপেক্ষা করার পর, একরকম বাধ্য হয়েই। মন যা চায় না তাই করতে হ'লে মনের উপর অকারণ চাপ পড়ে, আর তার ধাক্কা এসে হৃদয়ে পড়ে। অদভুত মানুষের চরিত্র, মানসিকতা! যাই-ই পোষ্ট করি, পোষ্টের বিষয় থেকে স'রে গিয়ে অন্য বিষয়ের অবতারণা করে আর নেগেটিভ বিশ্লেষণ। মনে যা আসছে তাই মন্তব্য করছে, বিবেকের ধার ধারছে না। সাময়িক ও তাৎক্ষণিক আনন্দ ও মজা পাওয়ায় যেন লক্ষ্য ও উদ্দেশ্য। পায়ে পা লাগিয়ে তর্ক, ঝগড়া! তাও চুপ ক'রে ছিলাম। কিন্তু আজ দেখলাম সে আমার লেখার বিষয়বস্তু এবং লেখার ও পোষ্টিং স্টাইল সবকিছু নকল ক'রে পোষ্ট করছে; আর শুধু যে পোষ্ট করছে তাই নয় মেরি বিল্লি মুঝসে ম্যাও-এর মত আমার লেখার বিষয়কে নিজের বিষয় ক'রে নিয়ে আমাকেই অকারণ ঘায়েল করতে কোমর ক'ষে ময়দানে নেবে পড়েছে। এর আগেও দেখেছি কিন্তু খুব একটা গুরুত্ব দিইনি; কিন্তু শেষে মনে হ'ল, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।
কেন যে এরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়? ফেসবুক আর ভালো লাগে না।
(লেখা ২রা নভেম্বর'২০১৭)

No comments:

Post a Comment