Powered By Blogger

Wednesday, November 1, 2023

কবিতাঃ মাথা নোয়াও।

আজ জীবন নিয়েই শুধু ভাবি
কোথায় শুরু কোথায় এর শেষ!?
কোথায় গেলে পাবো জীবন বাড়ি
কেউ কি জানো এর হিসেব?
জীবন মাঝে তুমি আছো জেনেও
ভয়ে কেন বুক কাঁপে!
এই জীবনে বারবার কেন
হতাশার মেঘ জমে!
ঐ চরণতলে আছি ব'সে
চরণ পূজায় মগ্ন থেকে
তবু জীবন মাঝে বারবার
কেন শয়তানেতে ছোবল হানে!
******** ****** *********
প্রভুর দয়ায় সিক্ত হয়েও
দয়াল ভুলে বৃত্তি সুখে
আছো ম'জে পড়বে মনে
পড়বে যেদিন ঘোর বিপাকে।
দয়াল তোমার বুকের মাঝে
যদি থাকে সকাল সাঁঝে
চলন পূজায় যদি মগ্ন থাকো
ভয় কি হাজার বাধার মাঝে।
জীবন খুঁজে পাবে তুমি
জীবন বাড়ি যদি যাও
দয়াল যেথায় আছেন বসে
সেথায় চলনতলে মাথা নোয়াও।
(লেখা ২রা নভেম্বর'২০২০)

No comments:

Post a Comment