সাময়িক ও তাৎক্ষণিক সুখশান্তিই মানুষের কাম্য আর চিরন্তন সুখশান্তি মানুষের কাছে ইউটোপিয়া। মন সাময়িক ও তাৎক্ষণিক সুখশান্তির আমদানিকারী আর বিবেক চিরন্তন সুখ শান্তি আনয়নের কারিকর। মন ভালোমন্দের বিচার করে না, ধার ধারে না কিন্তু বিবেক সদা জাগ্রত। মানুষ মনের অনুসারী, বিবেকের ধার ধারে না। মন যা চায় মানুষ তাই করে। তাই কবে কখন কোথায় বিবেক দ্বারা পরিচালিত সুখ অপেক্ষা করছে এই ইউটোপিয়ার সন্ধানে সময় নষ্ট করার মত সময় ও ধৈর্য মানুষের নেই। ধর তক্তা মার পেরেক। মন বলে, ইউটোপিয়ার পিছনে ছুটে কবে কোথায় কে কি পেয়েছে? তাই এই ছোট্ট জীবনের স্বল্প সময়ের জার্নিতে যাতে সুখ পাও, যেভাবেই শান্তি পাও হাতিয়ে নাও; অপেক্ষা করার, বিচার করার, ভাবার সময় নেই। সাময়িক ও তাৎক্ষণিক সুখশান্তির যখনি যেখানেই সুযোগ, সন্ধান পাও সেখানেই মনে রেখো একটা কথাঃ লোহে গরম হ্যায়, মার হাতোড়া।
(লেখা ২রা নভেম্বর'২০১৭)
No comments:
Post a Comment