Powered By Blogger

Saturday, November 11, 2023

কবিতাঃ দীপাবলির অঙ্গীকার।

হে আর্য! হে আমার আর্যা!
ভোরের সূর্য হয়ে আমি অস্ত যাবো, অস্ত যাবো
মধ্যাহ্নের সূর্যের প্রখরতা নিয়ে। গোধূলির নরম
আলো চোখে মেখে আমি অস্ত যাবো
আর অস্তমিত পথে আমি দিয়ে যাবো
তোমাদের আগামীর সোনাঝরা আলোর সংকেত।
অস্তাচলের সূর্যের মত উপস্থিতি আমার
সত্তা জুড়ে; আমি আছি, আমি থাকবো
আতিবাহিক সত্তা রূপে তোমাদের মাঝে;
তোমাদের কাছে এ আমার দীপাবলির অঙ্গীকার।
কন্ঠস্বরে কান পেতে শুনতে পাবে মানব
সমুদ্রের কল্লোল ধ্বনি, দেখতে পাবে আমার
অস্তমান স্মিত মুখে অধরোষ্ঠ কাঁপন আর
শুনতে পাবে অধরৌষ্ঠ্য চাপা ঝড়ের গর্জনঃ
আমি ছিলাম, আমি আছি, তোমাদের
মাঝে আমি থাকবো।
ভোরের সূর্য হয়ে অস্ত যাবো, অস্ত যাবো
প্রাণে প্রাণে নরম আলোর সোহাগ ছড়িয়ে।
দ্বিপ্রাহরিক মধ্যগগনের তীব্রতায় মিটিয়ে
দেবো শীতলতা ও শিথিলতা যত তোমাদের।
অস্তমিত সূর্যের মত লালিমা ছড়িয়ে রাঙ্গিয়ে
দিয়ে যাবো পাংশুমুখ যত। আর শীতের
সকালের স্নেহমাখা মায়াময় আলোময়
সোনাঝরা রোদ্দুরের মত উদাত্ত কন্ঠে বলে যাবো,
হে প্রভু!
চরণতলে ঠাই দাও দাও দাওগো এবার যাবার আগে।
তোমার চরণতলে ঠাই দাও দাও দাওগো এবার.........
(লেখা ১২ই নভেম্বর'২০১৮)

No comments:

Post a Comment