আমি আর আমি শুধুই আমি,
আমি আমি করি আমি খুঁজিবারে মরণ!!
বড়র প্রতি নেইকো শ্রদ্ধা
ছোটোর প্রতি স্নেহ।
মায়া-মমতাহীন মানুষ তুমি
ধারবে না ধার কেহ।।
কোথায় যাবে?
যেদিকেই যাও করবে হাঁসফাঁস।
দমবন্ধ পরিবেশের কে টানবে রাশ?
টাকা ছাড়া এ জীবনে
কেউ নয় আপন, কেহ নয় পর;
টাকা বাড়ায় কেবলি মানুষের দর।
দমবন্ধ পরিবেশের কে টানবে রাশ?
টাকা ছাড়া এ জীবনে
কেউ নয় আপন, কেহ নয় পর;
টাকা বাড়ায় কেবলি মানুষের দর।
হিংসা বুকে নিয়ে আবার
জীবন খুঁজে পাবি!?
কর্ম ফলের মাঝ দরিয়ায়
জীবন খুঁজে পাবি!?
কর্ম ফলের মাঝ দরিয়ায়
শুধুই খাবি খাবি।
(লেখা ১০ই নভেম্বর ২০১৭)
(লেখা ১০ই নভেম্বর ২০১৭)
No comments:
Post a Comment