Powered By Blogger

Tuesday, November 14, 2023

কবিতাঃ দুঃখভাব।

সবসময় এত দুঃখের কথা বলো কেন?
কেন আঁকো এত দুঃখের ছবি?
কেন বলো এত দুঃখের কথা?
দুঃখ-ই কি তোমার হবি?
দুঃখ দিয়ে হবেটা কি?
দুঃখকে ক'রে সাথী আকাশ গঙ্গা দিচ্ছো পাড়ি
সুখের সাগরে কাটছো সাঁতার তবুও সুখের সাথে আড়ি!?
এতটাই আনাড়ি!?
দুঃখ দুঃখ ভাব আসলে ভিন্ন ভাবের অভাব
না পাওয়ার অভাব তোমায় মারছে ছোবল সকাল থেকে রাত।
অভাব তোমার ঘিড়ছে জীবন ঘিড়ছে পলে পলে
সঙ্গ দোষে দুঃখের আঁধার, আলো সঙ্গ গুণে জ্বলে।
দুঃখ নিয়েই ঘর বেঁধেছো আর সঙ্গী-সঙ্গিনী তোমার অভাব
ভাবের সাথে ভাব না রাখায় কি তোমার স্বভাব?
আমি বলি, যার যেমন ভাব তার তেমন লাভ
আর মনে রেখো যেমন সঙ্গ তেমন ভাব।
প্রাচুর্যের মাঝে থেকেও তারাই নিয়ত দুঃখের কথা বলে
জেনো জীবন মাঝে ভাবের অভাব ভাবীর সাথে হ'লে।
ভাবীর সাথে রাখতে ভাব বন্ধু বাড়াও তোমার হাত
'জীবন' খুঁজে পাবে সেথায় বন্ধু পাবে সোনার ধাত!
(লেখা ১৪ই নভেম্বর'২০১৯)

No comments:

Post a Comment