Powered By Blogger

Saturday, November 26, 2022

কবিতাঃ মূর্ত ক'রে তোলো--------

বাড়ির খেয়ে তাড়াচ্ছো মোষ
আর কুৎসা, গালাগালিতে হ'চ্ছো ক্ষতবিক্ষত!
অন্যদিকে তাড়িয়ে আনা বাঁধা মোষের দুধ
দুয়ে নিয়ে চলে যাচ্ছে ঘোষের পো সতত!!
করবে টা কি? ভাবছো ব'সে, করবে টা কি?
আমি বলি,
গালাগালি, কুৎসা করবার কাজ যার
তিনি করবেন, ক'রে যাবেন, এই-ই তার নেশা।
সৃষ্টির বুকে প্রত্যেকের অবস্থান আছে নির্দিষ্ট
যেমন সেফটি ট্যাঙ্কের পোকা।
তাই বলি, তোমার কাজ মালির,
নয় বাবু সাজা! বাগান করবে ব'লে এসেছ তুমি
বাগান তৈরিতে তুমি রাজা!
বাবু সাজতে চায় যে সে সাজুকগে বাবু
বাবুর গালাগালিতে হ'য়ো না তুমি কখনো কাবু।
তোমার কাজ বাগান তৈরীর
পাথুরে জমিতে ফুল ফোটানো
রং বেরঙের ফুল ফুটবে সেথায়
হাসি-আনন্দে ভরপুর পরিবেশ চোখ জুড়ানো!
কলুর বলদের মত তুমি চলেছো টেনে
বাঁচা-বাড়ার ঘানি!
কিন্তু নিন্দা আর অকারণ অপবাদে বিধ্বস্ত তুমি
জানি বন্ধু, মান পায় না মানি!
করবেটা কি? ভাবছো বসে, করবেটা কি?
আমি বলি, করবার তুমি কে?
তুমি করো তোমার কাজ আর
করবার যিনি করবেন তিনি
তুমি মূর্ত ক'রে তোল তাঁর বলাকে।
----প্রবি।
( রচনা ২৭শে নভেম্বর' ২০১৯)

No comments:

Post a Comment