Powered By Blogger

Wednesday, November 23, 2022

হে আমার প্রিয়। প্রার্থনা।

প্রার্থনা করি হে দয়াল জীবনে অসহ্য যন্ত্রণাময় দ্বন্ধের ঐ মুহূর্তগুলি আমার চাই না তা সে যতই মধুরেন সমাপয়েৎ বা আনন্দময় হ'ক শেষে।
কর্ম আছে চিন্তা ও পথ অসৎ
অসৎ-এর যম হয় অসৎ।

আগামী স্বর্ণযুগ আসছে যেখানে প্রকৃত সৎসঙ্গীদের পরিবারে অকাল মৃত্যু, স্বল্পায়ু, রোগ, শোক, গ্রহদোষ, বুদ্ধি বিপর্যয় আর দারিদ্রতা ব'লে কিছু থাকবে না।
হে আমার প্রিয়!
পৃথিবীতে জীবন্ত ঈশ্বর তোমার দয়াল ঠাকুর ছাড়া আর কাউকে বিশ্বাস ক'রো না আর কারও উপর নির্ভর ক'রো না।

হে আমার প্রিয়!
ঠাকুরবাড়ির বিরোধিতা ক'রে, নির্দেশ অমান্য ক'রে, আঞ্চলিক কেন্দ্রকে উপেক্ষা ও অগ্রাহ্য ক'রে অনুকূল ঠাকুরকে শিখণ্ডী বানিয়ে আত্মপ্রতিষ্ঠায় যে পাগল তার শেষের সেদিন কিন্তু ভয়ঙ্কর! সাবধান হও। মনে রেখো ঠাকুর কিন্তু সব দেখছেন। দয়াল কিন্তু ভয়ালও।
-------প্রবি।


No comments:

Post a Comment