আমার কথা,
আমরা কি এগিয়ে চলেছি? দেশ কি এগিয়ে যাচ্ছে? সভ্যতার অগ্রগতি নাকি আমরা আবার ফিরে যাচ্ছি সেই হিমশীতল গভীর অন্ধকারের বুকে?
মন বলে, আমরা কেউ কোথাও এগিয়ে যাচ্ছি না, সবাই আমরা গোলকধাঁধায় ঘুরছি বন্ধু। হ্যাঁ, আমরা পিছনের দিকে দ্রুত এগিয়ে চলেছি! বিজ্ঞান, অর্থনৈতিক ও আধ্যাত্মিকতার বাহারি চমক, রোশনাই দেখে যদি কেউ ভাবে খুব উন্নতি হচ্ছে তাহ'লে সে উন্নতি চরম অবনতির সাময়িক ঝলক মাত্র। প্রদীপ নিভে ওঠার আগে দপ করে জ্বলে ওঠার মত! করাপশন একটা ভয়ংকর ব্যাধি যা রক্তবাহিত। যে কেউ করাপশানের সঙ্গে যুক্ত হতে পারে না। সৎ লোক না থাকলে আকাশে সূর্য উঠতো না, বাতাস বইতো না, জলে ঢেউ উঠতো না। কে সৎ আর কে অসৎ সে প্রশ্নে হাবুডুবু না খেয়ে নিজের দিকে নিজে তাকিয়ে দেখি না কেন? তুমি অধম বলিয়া আমি উত্তম হইবো না কেন? ঠগ বাছতে গাঁ উজার হবার যোগার যদি হয় তাহলে বলবো ঠগ বাঁচতে যাবার কি দরকার? গাঁয়ের ঠগ বাছতে গিয়ে দেখা গেল একে একে গাঁয়ের সবাই লাইন দিয়ে ঠগের জন্য চিহ্নিত লাইনে দাঁড়িয়ে পড়লো আর অন্যদিকে দাঁড়িয়ে শুধু একা আমি। সেই একা আমি হলাম সবচেয়ে বড় ঠগবাজ। যার কাজ ঠগ বাছা। তাই বলি বন্ধু তুমি কোনোদিকে তাকিয়ো না। সবার মধ্যেই কমবেশী চৌর্যবৃত্তি আছে। তবে বাগানের ফুল চুরি, আম চুরি আর পুকুর চুরি কি এক হ'ল? যে চুরি আমার সত্তাকে ধ্বংসের চরমে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমার চারপাশকে বিষাক্ত, কলুষিত করে তুলে ধ্বংস স্তুপে পরিণত করে সে চুরি শুধু চুরি নয় ঘোর কলির অশনি সংকেত। তাই বলি বন্ধু, Honesty is the best policy' জীবনকে মধুময় করে তোলে। আমি অনেস্ট এ কথা আমি বুকে হাত দিয়ে তখনই বলতে পারবো যখন আমার জীবনে থাকবে জীবন্ত জীবনেশ্বর!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
( লেখা ৯ই নভেম্বর' ২০১৯ )
No comments:
Post a Comment