মনে রেখো আমার দয়াল ঠাকুরই জীবন্ত ঈশ্বর। আমার দয়ালই রাম। আমার দয়ালই কৃষ্ণ। আমার দয়ালই বুদ্ধ, যীশু, মহম্মদ, মহাপ্রভু ও রামকৃষ্ণ। মনে রেখো, পরপর সেই একজনই এসেছেন বারেবারে প্রয়োজনে। ধর্মজগতের বাকীরা সাধক, মহাসাধক। এঁদেরই সাধনা করেন সাধকেরা। তুমি এদের কারোও মধ্যে বিভেদ ক'রো না। কাউকে ছোটো, কাউকে বড়ো ক'রে নিজে ইষ্টনিষ্ঠ হ'য়ো না। ভুলেও কাউকে ধর্মান্তরিত ক'রো না, ধর্মান্তরিত হ'য়ো না। ধর্মান্তর পাপ, ব্যভিচার আর তিনি তা ঘৃণা করেন। তাঁর নবরূপকে গ্রহণ করার জন্য নিজ ধর্ম, নিজ ইষ্ট অর্থাৎ পূর্বরূপকে ত্যাগ করতে হয় না। তিনি একজনই। বারবার এসেছেন যুগের প্রয়োজনে; আবার আসবেনও যখনই প্রয়োজন পড়বে। কারও ক্ষমতা নেই তাঁর বাণী বিকৃত ক'রে তাঁর আসাকে আটকায়। প্রয়োজন হ'লে তিনি বারবার আসবেন, প্রয়োজন হ'লে তিনি সব ধ্বংস ক'রে দেবেন, আবার প্রয়োজন হ'লে তিনি সৃষ্টি করবেন। বালখিল্য ধার্মিক যাই-ই বলুক না কেন আর যাই-ই করুক না কেন ক্ষমতা নেই তাঁর প্রলয়সৃষ্টিকে রোখার।
আমার প্রিয়জন! তুমি অন্তত বালখিল্য ধার্মিক হ'য়ো না। এর থেকে অধার্মিক থাকাও ভালো। প্রবি।
( রচনা ৪ই নভেম্বর'২২)
No comments:
Post a Comment