তারেই মারতে চাও ডুবিয়ে!?
আসবে সেদিন যেদিন ঘোর আঁধারে
আসবে সেদিন যেদিন ঘোর আঁধারে
তুমি নিশ্চিত যাবে হারিয়ে!
ভাঙার জাল শুধু বুনলে তুমি
ভাঙার জাল শুধু বুনলে তুমি
গড়লে না কিছুই জীবনে!
ভাঙার কারিগর হ'লে শেষে বন্ধু
ভাঙার কারিগর হ'লে শেষে বন্ধু
প্রভুর চোখে চোখ রাখো কেমনে!?
ছেনী হাতুড়ি গাঁইতি সম্বল তোমার এই বৈশিষ্ট্য
যখনি ভিড়েছো গড়ার দলে
ছেনী হাতুড়ি গাঁইতি সম্বল তোমার এই বৈশিষ্ট্য
যখনি ভিড়েছো গড়ার দলে
ভেঙ্গে করেছো চুরমার হ'য়ে ইষ্টনিষ্ঠ।
তবুও তোমার মেটেনি সাধ স্বভাবসিদ্ধ কারণে
গড়ার দলে ভিড়ে তলে তলে আঁটছ ফন্দি
গড়ার দলে ভিড়ে তলে তলে আঁটছ ফন্দি
আর কানে কানে দিয়ে কুমন্ত্রণা ফেলছো সোরগোল
আর কুমন্ত্রণার বিষে সম্পর্ক করছো ফালাফাল
বাঁধিয়ে বিবাদ প্রাণে প্রাণে।
স্বভাব তোমার ভাঙছে সম্পর্ক, ভাঙছে ঘর-বাড়ি,
সমাজ, সভ্যতা, দেশ আর করছো সবারে পর;
দিন শেষে ঘরে ফিরে এসে
সমাজ, সভ্যতা, দেশ আর করছো সবারে পর;
দিন শেষে ঘরে ফিরে এসে
ছেনী হাতুড়ি নিয়ে কাঁধের 'পরে
দেখছো অবশেষে মাথার ওপরে
দেখছো অবশেষে মাথার ওপরে
নেইকো ছাদ ফাঁকা চারপাশ
শ্মশান হয়েছে তব বাসভূমি;
শ্মশান হয়েছে তব বাসভূমি;
নেইকো সেথায় কেহ, নেই তোমার ঘর।
আজ তুমি নিঃস্ব, রিক্ত, সহায়সম্বলহীন;
আজ তুমি নিঃস্ব, রিক্ত, সহায়সম্বলহীন;
যৌবন আজ গত তোমার
সময়ের আগে পাপের ভারে ধ্বস্ত বিধ্বস্ত তুমি,
সময়ের আগে পাপের ভারে ধ্বস্ত বিধ্বস্ত তুমি,
আয়ু তব ক্ষীণ।
অশক্ত হাতে আজ নেই ছেনী হাতুড়ি,
অশক্ত হাতে আজ নেই ছেনী হাতুড়ি,
নেই কাঁধে গাঁইতি শাবল
এসো বন্ধু যাবার আগে পর জন্মের তরে
এসো বন্ধু যাবার আগে পর জন্মের তরে
গড়ার মন্ত্রে নাও দীক্ষা
প্রায়শ্চিত্ত করো কৃত কর্মের তরে
প্রায়শ্চিত্ত করো কৃত কর্মের তরে
পাবে শান্তি যদি জপ নাম
অবিরাম কেবল। ----প্রবি।
অবিরাম কেবল। ----প্রবি।
No comments:
Post a Comment