Powered By Blogger

Wednesday, November 9, 2022

আমার কথাঃ সুপ্রিম কোর্টের রায় ও প্রাক্তন বিচারপতি।

অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের বিবৃতিতে আপত্তি শোনা গেল টিভিতে। সঙ্গে এও তিনি বললেন, রায়ের কপি পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ পড়া হয়নি। বাহঃ! প্রাক্তন প্রধান বিচারপতি! আপনিও সম্পূর্ণ না পড়েই মন্তব্য করেন আম জনতার মত!?

আমার বক্তব্য:
অশোক গঙ্গোপাধ্যায় কি তাঁর ওকালতির জীবনে ও বিচারপতি থাকাকালীন এরকম কেস হিস্ট্রি না পড়েই, দু'পক্ষের কথা সম্পূর্ণ ও পুঙ্খানুপুঙ্খ না শুনেই ওকালতি করেছেন ও বিচারে রায় দিয়েছেন? এই বয়সে একজন দুঁদে উকিল ও অভিজ্ঞ বিচারপতি যখন এরকম দায়িত্বজ্ঞানহীন কথা বলতে পারেন, বিবেচনা না করেই আলটপকা মন্তব্য করতে পারে মন্তব্যের জেরে সমাজ সভ্যতা ভেঙে চুরমার হয়ে যেতে পারে তখন আম জনতা যে মন্তব্য পেশের ব্যাপারে নেহাতই শিশু এই বিষয়ে, তা সহজেই অনুমেয়।
ভাবলেও অবাক লাগে দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থায় এইধরণের আলটপকা মন্তব্য করা মানুষ নিয়োগ হ'তে পারে। দেশের স্পর্শকাতর বিষয়ে এইধরণের মন্তব্য করতে পারে কোনও দায়িত্বশীল মানুষ তা কল্পনা করতেও কষ্ট হয়। এদের জন্য কোনও মন্তব্যই যথেষ্ট নয় বরং অর্থহীন ও উপযুক্ত নয়।
প্রশ্ন জাগে মনে তিনি তাঁর ওকালতি-র জীবনে ন্যায়ের পক্ষে ছিলেন কি অন্যায়ের পক্ষে ছিলেন? সত্যের পথে ছিলেন কি অসত্যের পথে ছিলেন? ন্যায্য অধিকারের পক্ষে ছিলেন কি অন্যায্যের পক্ষ অবলম্বন করতেন, ভাঙার পক্ষে তাঁর রায় দিতেন কি গড়ার স্বপক্ষে তাঁর জ্ঞান, বুদ্ধি, বিচার, প্রজ্ঞা, অভিজ্ঞতা, উপলব্ধি প্রয়োগ করতেন? যেনতেনপ্রকারেন মক্কেলের ক্ষতির জন্য কিংবা লাভের জন্য তাঁর জীবন ব্যয় করতেন ও করেছেন? অনেক প্রশ্ন আসে মনে।
ক্রমশঃ।
( লেখা ৯ই নভেম্বর'২০১৯ )

No comments:

Post a Comment