Powered By Blogger

Wednesday, November 16, 2022

কবিতা/গানঃ কেউ কারও তো নয়

কেউ কারও নয় বন্ধু কেউ কারও তো নয়
এ ভবে তুমি এলে একা যাবে একা ভাই
কেউ কারও নয় বন্ধু কেউ কারও তো নয়
মাতা বলো পিতা বলো
স্বামী স্ত্রী পুত্র কন্যা;
পরমপিতা চললে বিনা
কেউ কারও তো না।
ব্যষ্টি সহ সমষ্টিতে
থাকতে যদি চাও আনন্দেতে
পরমপিতার চরণ তলে
এসো সবাই অহং ভুলে।
ভাই বলো বন্ধু বলো
ঘাত প্রতিঘাত!
এ ভবেতে তুমি একা, সাথী প্রাণনাথ!
জীবন জুড়ে জীবনেশ্বর
থাকে যদি প্রতি জীবনে
ঘরে ঘরে দেবশিশু জন্ম নেয় ক্ষণে ক্ষণে!!
( রচনা ১৬ই নভেম্বর'২০১৭)

No comments:

Post a Comment