Powered By Blogger

Thursday, November 3, 2022

অভিজ্ঞতাঃ ভুল! ভুল!! ভুল!!!

Mahrubaji, আপনি লিখেছেন ব্লক না ক'রে আনফ্রেন্ড ক'রে রাখতে যাতে আমার সমাজ নিয়ে লেখা তারা দেখতে পারে। ব্লক ক'রে দিলে আমার চিন্তা ভাবনাগুলি তারা আর দেখতে পারবে না।

আপনার মূল্যবান পরামর্শকে যথাযথ সম্মান দিয়েই বলছি, মাঝে মাঝে আপনার মত ভাবনা মনের মধ্যে এসে উঁকি মারে, জড়ো হয় এবং সেই কারণেই অনেকদিন আলোচনার টেবিলকেই মর্যাদা দিয়ে আলোচনাকে জিইয়ে রাখার চেষ্টা করি ও অনেক ধৈর্য ধ'রে সহ্য শক্তি নিয়ে পারস্পরিক মতের আদানপ্রদানকে সম্মান দিয়ে আলোচনাকে দীর্ঘ সময় জিইয়ে রাখি। কিন্তু দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি বলে, চোরা না শোনে ধর্মের কাহানী, কুত্তার লেজ কখনো সোজা হয় না। এরা সমাজ, সভ্যতা, শিক্ষা, রুচি ইত্যাদির ধার ধারে না। এরা আলোচনা করে না, এরা আলোচনাকে তর্ক ব'লে মনে করে, আলোচনা টেবিলের শর্তই জানে না এরা। আলোচনার মধ্যে চনা ঢেলে দিয়ে আলোচনাকে বিষাক্ত ক'রে তোলে ও অবশেষে ব্যাক্তিগত আক্রমণে চলে যায়। আর তারপর সমাজ সভ্যতাকে তুড়ি দিয়ে উড়িয়ে দিয়ে অশ্লীল শব্দের অভিধান খুলে বসে।
তাই মন বললো, মেথরের সঙ্গে ঝগড়া করলে মেথর যদি গায়ে গু ঢেলে দেয় তাহ'লে সেটা মেথরের দোষ নয়। দোষ যার গায়ে গু ঢালা হয়েছে তার, যে ঢেলেছে তার নয়। আর পাবলিকও মেথরকে কিছু বলবে না, পারলে তাকেই সাপোর্ট করবে, চোখ টিপে উসকে দেবে আরও গু ঢেলে দেবার জন্য; আর যার গায়ে গু লেগেছে তার দিকে তাকিয়ে হো হো ক'রে পেটে তালি দিয়ে হাসবে। অবশেষে এই মহান পাবলিক তাকে নাম দিয়ে দেবে 'গুয়ে দা'। পাবলিকের ভোটে বিখ্যাত হ'য়ে যাবে রাতারাতি 'গুয়ে দা'। যেদিন পৃথিবী থেকে বিদায় নেবে সেদিন এই পাবলিক যখন বলবে, কে মারা গেছে? এই পাবলিকই বলবে, গুয়ে দা মারা গেছে। পাবলিকের বদান্যতায় পিতৃদত্ত নাম মুছে যাবে চিরতরে গু রুপী চন্দনের দৌলতে আর হ'য়ে যাবে গুয়েদা।
তাই বলি, বন্ধু, যার মুখ দেখলে, যার সঙ্গ করলে, যার সঙ্গে কথা বললে মন নিম্নগামী হয়, মন বিষাক্ত হ'য়ে ওঠে, মন তার ভারসাম্য হারায়, মন অকারণ উত্তেজিত হ'য়ে ওঠে, মন তার শান্ত ও সৌম্য ভাব হারায়, মিষ্টতা হারিয়ে তিক্ত হ'য়ে ওঠে মন, আর তখন মন আলোচনার মেইন লাইন ছেড়ে কর্ড লাইনে গমন করে তার থেকে বরং তাকে শুধরাবার মানসিকতা ত্যাগ ক'রে সম্মানজনক দূরত্বে সরে যাওয়াই ভালো। এতে শরীর মন আত্মা সবই ভালো থাকে, সুস্থ থাকে। শান্তি বিরাজ করে মনে।
তাই বলি, ঐ যে একটা ল্যাটিন প্রবাদ আছে, "Vox populi, Vox dei" যার ইংরাজি করলে দাঁড়ায়, The voice of the people is the voice of God. বাংলা করলে দাঁড়াবে, "জনগণের বাণীই ঈশ্বরের বাণী" কথাটা ভুল, ভুল, ভুল।

( লেখা ৩রা নভেম্বর'২০১৭)

No comments:

Post a Comment