Monday, November 14, 2022
কবিতাঃ একা! নিশ্চিত একা!!
কেউ নেই তোমার পাশে তুমি একা!
ভাই নেই, বন্ধু নেই, পাড়া নেই, নেই প্রতিবেশী।
ডাক্তার নেই, উকিল নেই, নেই পুলিশ প্রশাসন,
নেতা-নেত্রী। তুমি একা আর তাই তুমি বোকা।
বোকা বলেই তুমি সবাইকে ভাবো আপন আর
আপনকে ভাবো পর! ভাবো আপনের চেয়ে পর ভালো
কিন্তু পরের চেয়ে জেনো ভালো সেই ঘর!
কেউ নেই তোমার পাশে তুমি একা
দাদা নেই, বোন নেই, নেই পিতামাতা
দিবারাত্রি আছে যারা তোমার চারপাশে
স্বার্থের সম্পর্কে বাঁধা! বাঁধা হাত-পা নামযশে।
ছাত্র নেই, শিক্ষক নেই, নেই কোনও ধর্মনেতা
বোধ নেই, বুদ্ধি নেই, নেই শিক্ষা-ধর্ম চেতনা
তোমার পাশে কেউ নেই, কিছু নেই, তুমি একা!
পুত্র নেই, কন্যা নেই, নেই পাশে স্ত্রী বা স্বামী
জীবন জুড়ে আছে শুধু ফাঁকি আর 'আমি'
তোমার পাশে কেউ নেই, তুমি একা!
সুদিনে পাশে হলেও দুর্দিনে তুমি একা, নিশ্চিত একা!
ফাঁক আর ফাঁকির ফাঁকা জগৎ মাঝে
আছো বসে পলকহীন নিঃসঙ্গ তুমি এক বোবা বোকা!
উৎসবিমুখ জীবন তোমার জীবন তোমার ফাঁকির
ফাঁকা জীবন মাঝে আছে ভরে হতাশার মরুভূমি!
তাই বলি বন্ধু! আপনার চেয়ে পর ভালো
কিন্তু আবার সেই পরের চেয়ে ঘর!
'জীবন' খুঁজে পাবে সেথায়
খুঁজে নাও ভালবাসা-মমতায় ঘেরা সেই ঘর!!
প্রবি।
( ১৫ই নভেম্বর ২০১৯)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment