ভগবান না শয়তান? কার পূজারী তুমি?
তুমি সৎসঙ্গী? তুমি পরমপিতার সন্তান?
তাহ'লে তুমি ভগবান ঈশ্বরের পূজারী।
তবে কেন তুমি এত ক্রোধী!?
কেন তোমার এত রাগ!?
কেন ধর্ম্মের নামে অধর্ম্মীয় উন্মাদনায় মত্ত
পাগলদের ঈশ্বরের আরাধনার নামে ধর্ম্মীয়
পাগলামির মত লাগামছাড়া ক্রোধে হারিয়ে
হিতাহিত বোধে বন্ধ্যা করছো তোমার জীবন ভুমি!?
তুমি না সৎসঙ্গী তবে---
কেন ঈশ্বরের দরবারে এত হিংসা, এত রাগ!?
কেন নেই লেশমাত্র কোনও রাগ-অনুরাগ!?
তুমি সৎসঙ্গী?
তবে কেন এত তোমার মান অভিমান!?
তুমি কি জানো না ঠাকুর বলেছেন,
অভিমান নরক কি মূল!
তবে কি সবই মিথ্যে আর ভুল!?
কপটতাকে ক'রে সাথী সকাল সন্ধ্যে
চাতুরীতে কেন বাধাও খালি হুলুস্থুল!?
তুমি যদি হও সৎসঙ্গী
তবে কেন তুমি এত অলস!?
কেন তুমি তবে কামুক, লোভী!?
কেন পারো না কাম, লোভকে করতে বশ?
কেন তারা ঘোরায় ছড়ি নিরন্তর নিরবচ্ছিন্ন
তোমার মাথার ওপর হ'য়ে তোমার বস!?
তুমি কি সৎসঙ্গী?
যদি হও তবে তুমি হ'তেই পারো না
অনিষ্টপ্রাণ ও সেবায় অপটু।
তাই নয় কি? তুমি কি তাই!?
সত্যি সত্যিই কি জীবনে করেছো
কারও মঙ্গল!? দিয়েছো কাউকে সেবা!?
নাকি শব্দবাণে কাঁপিয়ে দিগ্বিদিক
জগতকে দিয়েছো ক'রে শালা
অন্ধ, কালা আর বোবা!?
তুমি কি অস্তি বৃদ্ধির যাজনে ব্যর্থ!?
নিশ্চয়ই নও তুমি অপদার্থ।
তুমি কি নিরানন্দময়? অনালোকিত?
শক্তিহীন একজন সৎসঙ্গী!?
নিশ্চয়ই নও।
এ বিশ্বাস আমি কি করতে পারি?
তুমি সৎসঙ্গী?
যদি তাই হও তবে তুমি নিশ্চয়ই জানো
তুমি পরমপিতার সন্তান!
তবে তুমি কেন প্রেমহীন অপুষ্ট
চির অচেতন জড় মর মর এক জীব!?
দেখেছো কি ভেবে একবারও
যেদিন তুমি চলে যাবে এই সংসার ছেড়ে,
রক্তমাংসের এই নশ্বর দেহ ছেড়ে পরপারে
তুমি কি জানো সেদিন তোমায় গ্রহণ করবে কে?
পরমপিতা ভগবান? নাকি কিলবিস শয়তান!?
কে হবে তোমার চলার পথের সাথী?
কার বুকেতে, কার চরণতলে পাবে তুমি স্থান?
হে আমার সৎসঙ্গী ভেবে দেখো একবার,
পারলে রেখো দয়ালের মান।
নতুবা------------
( ৬ই নভেম্বর ২০২১)
No comments:
Post a Comment