তোমারি জন্যই বসে থাকি আমি সকাল থেকে রাত
কখন তুমি প্রভু সামনে এসে বাড়িয়ে দেবে হাত ??
তৃষ্ণা আমার জীবনভর তোমায় কাছে পেতে
বিষয় তৃষ্ণা যদি ভুলায় সে তৃষ্ণা রাজী ন'ই তা'তে।
ভালোবাসি তোমায় প্রভু সত্যি বলছি আমি
অন্য ভালোবাসা যদি ফোটায় হুল
ওঝা হ'য়ে প্রভু বিষ ঝড়িয়ে দিও তুমি।
তোমার নেশায় বুঁদ হ'য়ে আমি থাকি সারাক্ষণ
কাটিয়ে দিও অন্য নেশা যদি ভুলায় আমার মন।
বিদ্যার সাগর আমি চাই না হ'তে,
চাই না দিতে ডুব জ্ঞান সাগরে
যদি প্রশ্ন তোলে মন তোমাতে, তোমার অস্তিত্ব মাঝারে।
তোমারি চরণে সুখ প্রভু, তোমারি চরণে শান্তি
যে সুখ তোমারে ভুলায় আমি চাই না সে সুখশান্তি ;
তুমি বিনা সংসারে যা কিছু আছে বিত্তবৈভব
তা সুখশান্তির নামে অসুখ আর অশান্তি।
কথার স্রোতে ভাসি শুধু কথার ফানুশ ওড়ায়
দিনের পর দিন রাতের পর রাত তোমার কথা নাই
যদিও থাকে কখনও তোমার কথা চরিত্রে কদাপি নয়
সে কথার জঞ্জালে দয়াল মরিতে আমায় যেন না হয়।
বুকেতে হাজারো কষ্ট মাথায় যন্ত্রণা প্রভু
যদি তোমারে পেতে সহিতে আমারে হয়
হাসি মুখে তা সহিবো আমি তোমারে করিতে জয়।
আঁখি জলে ভাসিবো আমি ভাসিবো জীবনভর
ভাসিতে ভাসিতে রাজি আমি প্রাণ ত্যাজিতে
যদি আসো প্রভু দয়াল আমার থাকো আমার ঘর।
প্রবি।
No comments:
Post a Comment