Powered By Blogger

Friday, February 2, 2024

উপলব্ধিঃ বর্তমান সময়ের ভীষ্মদের প্রতি!

দেশের বর্তমান অস্থির সময়ে বর্তমান সমাজের ভীষ্মরা মহাভারতের যুগে ফিরে গেছে!

মন বলে, এটাই আমাদের সমস্যা! তবুও বলি কাউকে কটাক্ষ না ক'রেও সত্য তুলে ধরা যায়। সত্য তুলে ধরার জন্য তিক্তভাষী হ'তে হয় না, মিষ্টি ক'রেও সত্য তুলে ধরা যায়। এই তুলে ধরার জন্য কোনও রাজনৈতিক কথা বলার দরকার পড়ে না বা কোনও দল সম্পর্কে কটাক্ষ না ক'রেও তুলে ধরা যায় সত্য। দেশের পক্ষে, মানুষের জন্য যেটা মঙ্গল, যেটা ভালো সেটা তুলে ধরা প্রত্যেক দেশবাসীর দায়িত্ব ও কর্তব্য। নিজের চোখ খোলো ও অন্যের চোখ খুলতে সাহায্য কর। আর তা করো বলিষ্ঠতার সঙ্গে প্রেমকে আবাহন ক'রে। ঠাকুর বললেন, "স্পষ্টভাষী হও কিন্তু মিষ্টভাষী হও। সত্য বলো কিন্তু সংহার এনো না।" সবাই ভালো থাকো। (লেখা ২রা ফেব্রুয়ারী'২০২১)

No comments:

Post a Comment