তুমি দুঃখ দিলে গানের সুরে লেখা------
তুমি জীবন দিলে মরণ নিলে তার নেইকো তুলনা।
তুমি যে আমার প্রাণ ভোমরা তাই তো জানতাম না।২
কত ভালবাসো আমায় তুমি তাইতো বুঝতাম না ২
তুমি আমার প্রাণ ভোমরা তাই তো জানতাম না।
তুমি জীবন দিলে মরণ নিলে তার নেইকো তুলনা।
তুমি আমার প্রাণ ভোমরা তাই তো জানতাম না।
ভালো বাসা দিলে আশা দিলে ঝড়বাদলে (হাত) ছেড়ে দিলে না
তোমার দয়ায় জীবন হয় যে মধুর তাই তো বুঝতাম না।
আঁধার রাতে ঐ যমের হাতে ছেড়ে দিলে না ২
হঠাৎ এসে (হাত বাড়িয়ে) নিলে তুলে মরতে দিলে না।
তুমি জীবন দিলে মরণ নিলে তার নেইকো তুলনা।
তুমি যে আমার প্রাণ ভোমরা তাই তো বুঝতাম না।২
তোমার দেওয়া জীবন (আমার) দিলাম তোমায় ফিরিয়ে
অশ্রুজলে (দয়াল) চরণ তোমার দিলাম মুছিয়ে।
তাই তোমার চলার পথে জীবন আমার দিলাম বিছিয়ে
(দয়াল) প্রভু আমার বুকে তোমার চরণ যুগল রাখো সাজিয়ে।।
তুমি জীবন দিলে মরণ নিলে তার নেইকো তুলনা।
তুমি আমার প্রাণ ভোমরা তাই তো বুঝলাম না।২
(তুমি দুঃখ দিলে গানের সুরে লেখা।)
No comments:
Post a Comment