তোমার প্রতি এত রাগ,
এত ঘৃণা কেন তোমার বিরোধীদের?
ভেবে দেখেছো কি?
তোমার চিন্তা, তোমার ভাবনা,
তোমার চলা, তোমার বলা
এর জন্যে দায়ী কি?
যদি মনে করো, যদি থাকে আত্মবিশ্বাস
যা তুমি করেছো ও করছো তা ভুল নয়কো,
নয়কো কপটতার প্রতীক
তাহ'লে যাও এগিয়ে গভীর বিশ্বাসে
দৃঢ়তাকে ক'রে সাথী;
মৌরসি পাট্টার অচলায়তন সরাতে শ্বাসে-প্রশ্বাসে
হবে সংক্রমিত, মেনে নিতে হবে ক্ষয়ক্ষতি।
যদি বিবেক বলে তোমায়ঃ
তুমি স্বচ্ছ! তুমি সুন্দর! তুমি ঠিক!
দেরি হ'লেও আসবে একদিন নতুন সকাল
পাবে স্বীকৃতি নিশ্চিত!!
(লেখা ২রা ফেব্রুয়ারী'২০২১)
No comments:
Post a Comment