জীবন! দিচ্ছ ছলাং, শব্দ ঝপাং!
হাওয়া হাওয়াই তুলছো তুফান!!
যৌবন ঘোড়ায় চ'ড়ে জীবন
মারছো চাবুক সপাং সপাং!!!
জীবন ‘জীবন’ খুঁজে পেয়েছো কি?
ভাবতে গিয়েই তোমার গেলো সময়
অন্তরেতে জাগছে যে ভয়
ওপারের ডাক এই এলো বুঝি!
বেহাগ কেন তোমার বাজছে বুকে!?
খাসা তুমি আছো তো সুখে
তবু ছড়ায় যেন তুলছে তান!
মনের মাঝে প্রশ্ন মারছে উঁকি
'জীবন' খালি কেন নিচ্ছে ঝুঁকি?
হাজার তাফাল ব’য়ে জীবন
তোমার 'জীবন' হচ্ছে কেন খানখান?
এই কি তবে 'জীবন'!?
কোনটা তবে মরণ!?
জীবন! মনের কোণে দিনের শেষে
হচ্ছে চিন্তা যেন অবশেষে
আজ তুমি হয়রাণ!!!!!!
তাই, জীবন বলছি শোনো
আমার কথা যদি মানো
পাবেই পাবে ‘জীবন’ খুঁজে সেথায়
পরমাত্মা বিরাজে যেথায়
যদি তাঁকে বক্ষ মাঝে রাখো।
হাওয়া হাওয়াই তুলছো তুফান!!
যৌবন ঘোড়ায় চ'ড়ে জীবন
মারছো চাবুক সপাং সপাং!!!
জীবন ‘জীবন’ খুঁজে পেয়েছো কি?
ভাবতে গিয়েই তোমার গেলো সময়
অন্তরেতে জাগছে যে ভয়
ওপারের ডাক এই এলো বুঝি!
বেহাগ কেন তোমার বাজছে বুকে!?
খাসা তুমি আছো তো সুখে
তবু ছড়ায় যেন তুলছে তান!
মনের মাঝে প্রশ্ন মারছে উঁকি
'জীবন' খালি কেন নিচ্ছে ঝুঁকি?
হাজার তাফাল ব’য়ে জীবন
তোমার 'জীবন' হচ্ছে কেন খানখান?
এই কি তবে 'জীবন'!?
কোনটা তবে মরণ!?
জীবন! মনের কোণে দিনের শেষে
হচ্ছে চিন্তা যেন অবশেষে
আজ তুমি হয়রাণ!!!!!!
তাই, জীবন বলছি শোনো
আমার কথা যদি মানো
পাবেই পাবে ‘জীবন’ খুঁজে সেথায়
পরমাত্মা বিরাজে যেথায়
যদি তাঁকে বক্ষ মাঝে রাখো।
(৩রা ফেব্রুয়ারী' ২০১৮)
No comments:
Post a Comment