Powered By Blogger

Saturday, February 24, 2024

কবিতাঃ জীবাত্মা আর পরমাত্মা।

প্রখর রৌদ্রের ছোঁয়ায় তপ্ত উতপ্ত আমি
ছায়ার আঁচলে আমিও চাই শীতল হ'তে।
তোমার কায়ায়, তোমার ছায়ায়
হে আমার জীবন স্বামী
চাই আমি আমৃত্যু বাঁচতে।
হে দয়াময়, হে প্রেমময়
বরাভয় চায় সত্ত্বা আমার,
তোমার সঙ্গ পরম সঙ্গ
জীবাত্মা আর পরমাত্মার। 
( লেখা ২০শে জানুয়ারী'২৪)

No comments:

Post a Comment