Powered By Blogger

Friday, February 2, 2024

কবিতাঃ কভি নেহি!!!

ঠাকুরকে ভালোবাসে, ঠাকুরের কথা বলে,
ঠাকুর ফেলে ঠাকুরের ফটো মাথায় নিয়ে ছুটে যারা চলে,
ঠাকুর ধ্যান, ঠাকুর জ্ঞান, ঠাকুর যাদের প্রাণ,
ঠাকুরের স্বপ্ন, ঠাকুরের জীবন নিয়ে গায় যারা গান,
ঠাকুরের মিশন, ঠাকুরের ভিশন নিয়ে গলা ফাটায় যারা,
ঠাকুরের ইচ্ছা আর ভালবাসা নিয়ে যাদের বয় অশ্রুধারা!
তারা কি জানে কোথায় ঠাকুরের কষ্ট আর কোথায় বুকের ব্যথা!?
কোথায় ঠাকুরের দুঃখ? কোথায় আছে চাপা পড়ে তাঁর মনের কথা!?
ঠাকুর আত্মজকে পায়ে দ'লে ঠাকুর প্রেমের বাদাম তুলে
লোক ঠকাবার দোকান খুলে ঠাকুরকে ক'রে আয়ের উপকরণ
ব্যবসা ফেঁদে বসে আছে যেসব মাথা, দেখেছো কি তোমরা
দু'চোখ মেলে মনের বন্ধ দরজা খুলে তাদের ঠাকুর প্রেমের ধরণ?
তোমরা কি তাদের চেনো? ভালোবাসার মুখোশ প'রে
ঠাকুর আত্মজদের বুকে লাথি মেরে লোক ঠকাচ্ছে যারা,
তারা কারা? ঠাকুর আত্মজদের থেকেও এ জগতে হায়!
বড় সাধক, বড় প্রেমী, বড় ভক্ত তারা!? বড় পন্ডিত, বড় জ্ঞানী,
জীবাত্মার স্তর পেরিয়ে মহান আত্মা তারা!?
কারা তারা!? কি নাম তাদের!?
একবারও কি তোমরা দেখবে না ভেবে
ঠাকুরকে যারা ভালবেসেছো এই ভবে!? কি তাদের পরিচয়?
'জয়গুরু' ব'লে গুরুর নামে যারা সামনে দিচ্ছে ধ্বনি
আর পিছনে 'মারি তো গণ্ডার আর লুটি তো ভান্ডার'
ব'লে মারছে ছক্কা আর করছে নয়ছয়!?
শালা! অধর্মের জয় আর হবে ধর্মের পরাজয়!?
কভি নেহি! দো দিন আগে আউর দো দিন পিছে!
আজ নেহি তো কাল আ রহা হ্যায় মহাকাল! সাধু! সাওধান!
(লেখা ২রা ফেব্রুয়ারী'২০১৯)

No comments:

Post a Comment