Powered By Blogger

Friday, February 2, 2024

কবিতাঃ ঝুল! দেউলিয়ার ঝুল!!

হে কবি! হে বুদ্ধিজীবী!!
ব্যক্তিগত আক্রোশকে ক'রে সাথী
গড়তে চাও নতুন সমাজ!?
আনতে চাও কুয়াশাহীন স্বচ্ছ সকাল!?
প্রেম নেই যে হৃদয়ে, নেই বুক ভরা ভালোবাসা
সেই হৃদয়ে, সেই বুক দিয়ে সরাবে জঞ্জাল,
গড়বে অক্সিজেনে ভরা ভালো বাসা!?
যেই বুকে নেই বল, নেই বিশ্বাস-আত্মত্যাগ-নির্ভরতা
সেই জীবন বাসবে ভালো গরীবেরে,
দরিদ্ররে দেবে বার্তা সুখ-শান্তির, দেবে ভরসা!?
সব কথার ফানুস! নির্লজ্জ কপটতা!!
একচক্ষু হরিণের মত নিজেকে মনে করো চালাক
আর অন্যের সব কিছুর মধ্যে দেখতে পাও ভুল
সেই ভুল্ভুলাইয়ার ঘুলঘুলিতে পথ হারিয়ে
তোমার জীবনের আষ্টেপৃষ্টে গেছে জড়িয়ে ঝুল!
দেউলিয়ার ঝুল!!
( লেখা ২রা ফেব্রুয়ারি'২০২১)

No comments:

Post a Comment