Powered By Blogger

Tuesday, February 6, 2024

কবিতাঃ একদিন-----

একদিন আসতেই হবে এই পথে সবাইকে
যদি নষ্ট বীজে নষ্ট চারাগাছ হ'য়ে না জন্মায়।
একদিন আসতেই হবে এই পথে তোমায়
যদি অল্প সময়ের জন্য আসা সময় না শেষ হ'য়ে যায়।
একদিন আসতেই হবে এই পথে
যদি লজ্জা পথ রোধ ক'রে না দাঁড়ায়।
একদিন আসতেই হবে এই পথে
যদি অহংকার প্রাচীর হ'য়ে পথ রোধ না করে।
একদিন আসতেই হবে এই পথে
যদি অজ্ঞানতার অন্ধকার চোখ চেপে না ধরে।
একদিন আসতেই হবে এই পথে
যদি শরীরে ঘুণপোকা জমাট বাসা না বাঁধে।
একদিন আসতেই হবে এই পথে
যদি মানসিক অবসাদে মৃত্যু চেপে না বসে কাঁধে।
একদিন আসতেই হবে এই পথে
যদি অতি লোভে বুদ্ধিভ্রষ্ট না হয়।
একদিন আসতেই হবে এই পথে
যদি কামিনী কাঞ্চনে অস্তিত্ব না হয় লয়।
একদিন আসতেই হবে এই পথে
যদি অন্তহীন দুর্বুদ্ধিতে হিতাহিত জ্ঞান না হারায়।
একদিন আসতেই হবে এই পথে বন্ধু তোমায়
সেদিন পাবে তুমি হেথায় আমায়;
একদিন আসতেই হবে ঘুরে এই পথে
এই পথেই যে আছে তোমার ভালোবাসার ঘর।
একদিন আসতেই হবে এই পথে এই ঘরে
যেখানে আছে বসে তোমার জীবনস্বামী
অশ্রুভেজা চোখে বলছে ডেকে তোমায়,
দিন মাস বছর যায় যাক ঘুরে থাকবো আমি
বন্ধু, শবরীর মতো পথ চেয়ে তোমার অপেক্ষায়।
ছুটে আয়, চলে আয়, অলীক মায়ার জাল ছিঁড়ে আয়
এইখানেতে তোর হারিয়ে যাওয়া জীবন খুঁজে পাবি।
(লেখা ১২ই জানুয়ারি'২০১৯ )

No comments:

Post a Comment