Powered By Blogger

Friday, February 2, 2024

কবিতাঃ জীবনের ট্র্যাজেডি!

হে জীবন!
তুমি গড়তে পারলে না কিছুই
শুধু ভাঙার নায়ক হ'য়েই র'ইলে!
আর, গড়ার নামে দেশ, বিদেশ, মহাদেশ
নানা বাদ-মতবাদে করলে ধ্বস্ত-বিধ্বস্ত, 
ক্ষতবিক্ষত করলে জনজীবন শেষমেশ।

হে জীবন!
তুমি নিজেও হাসলে না, হাসাতেও পারলে না কাউকে!
শুধুই কাঁদিয়ে গেলে সবাইকে!
রিপু তাড়িত জীবনের হ'য়ে অধীশ্বর
বৃত্তি-প্রবৃত্তির বেড়াজালে হারিয়ে।

হে জীবন!
জীবনে দিলে না কিছুই কাউকে
হাত বাড়িয়ে নিয়ে গেলে শুধুই
একাই বাঁচবে আর খাবে ব'লে
নানা ছলনায় ভুলিয়ে আর অলীক মায়ায় ভরিয়ে।
প্রতিদানে দিলে শুধুই আঘাত আর আঘাত!
জীবন থেকে দিলে সবাইকে দূরে তাড়িয়ে।

হে জীবন!
নিজেকে নিয়েই সদা ব্যস্ত? মত্ত উল্লাসে 
অন্যের জীবনে ঢেলে সর্বনাশের আগুন
তোমার জীবনে বইছে হাওয়া ফাগুন!!

হে জীবন!
উগ্রতাকে করলে সাথী ভদ্রতাকে পা দিয়ে মাড়িয়ে!
আর মৃত্যুকে করলে বন্ধু জীবনকে তাড়িয়ে!!

হে জীবন!
ভুলের হুলে নিজের জীবনকে করলে ক্ষতবিক্ষত
আর অন্যের ঘাড়ে ব'সলে চেপে!
অর্থ-মান-যশের মোহে হ'য়ে অন্ধ
নিজের ভুল দেখলে না একবার মেপে!

হে জীবন!
নিজে থাকতে চাও হাসিখুশি অন্যকে কাঁদিয়ে!?
থাকতে চাও কূলের শক্ত জমিতে
অন্যকে অকূলে ভাসিয়ে!?

হে জীবন!
জীবন একটা অংক।
অন্যের জীবন অংক ক'রে জটিল
নিজের জীবন অংককে করতে চাও সরল!?
দিন শেষে কিন্তু অপেক্ষায় সময় কুটিল
সরলতা ভালো যদি না থাকে বুকে গরল!

হে জীবন!
যার ব্যথা বুঝলে না, তাকে করবে তুমি সাহায্য!?
অসহায় দুর্বল মানুষ
কি এতই মূর্খ? বোঝে না সে
ব্যস্ত তুমি বুঝে নিতে নিজের ন্যায্য-অন্যায্য!?

হে জীবন!
ভুল জীবন করে, মহাজীবন ঈশ্বর নয়!
তুমি তো ঈশ্বরপুত্র, শয়তানের হাতছানিতে
ভুলে ঈশ্বর করো অন্যের অসামান্য ক্ষয়!?

হে জীবন!
তোমাকে বিশ্বাস ক'রে একদিন 
ধরেছিল 
দুর্বল যে জীবন শক্ত তোমার হাত,
সেই দুর্বল দু'হাত কেটে নিয়ে তুমি 
ক'রে দিলে তার জীবন বরবাদ!?

হে জীবন!
যে তোমায় বাসলো ভালো
দিলো তোমায় বুকে স্থান
সেই বুকেতেই তুমি মারলে লাথি
জীবন করলে তার খানখান!?

হে জীবন, জীবনের এই ট্রাজেডি 
থাকবে আঁকা দয়ালের বুকে;
দুঃখের সাগরে সব যাবে ভেসে
আর তুমি থাকবে একা সুখে?
তথাস্তু।
(লেখা ১৮ই জানুয়ারী' ২০২০)





No comments:

Post a Comment