পলে পলে অনল জ্বলে শিরায় শিরায়রে
প্রহরে প্রহরে ক্ষণে ক্ষণে!!
ওরে ভাই আগুন লেগেছে মনে মনে৩
এসো এসো করো এই কায়ার সঙ্গ!
আগুনের বুকে যেমন পতঙ্গ!
সময় নেইরে আর বন্দী রেখো না আর
নিজেরে ঘরের কোণে!
আগুন ছুটিছে রুধিরাতে
সময় হয়েছে আজ ভাইরে!২
তাই বুঝি বারেবারে তোমাদের দ্বারে দ্বারে
হাঁক দিয়ে যাই জনে জনে!----
আগুন লেগেছে মনে মনে!
আগুনের রঙে লাল হ'লো মনাকাশ!
তাপেতাপে তাপিত বাতাস!
যেন কলকল্লোল নিদ্রিত কুণ্ডল
জাগে মোর প্রানেপ্রাণে!
তাপেতাপে তাপিত বাতাস!
যেন কলকল্লোল নিদ্রিত কুণ্ডল
জাগে মোর প্রানেপ্রাণে!
আগুন লেগেছে মনেপ্রাণে!
ওরে ভাই আগুন লেগেছে মনে মনে২
ওরে ভাই আগুন লেগেছে মনে মনে২
এসো এসো করো এই কায়ার সঙ্গ!
আগুনের বুকে যেমন পতঙ্গ!
সময় নেইরে আর বন্দী রেখো না আর
নিজেরে ঘরের কোণে!
আগুন ছুটিছে রুধিরাতে
সময় হয়েছে আজ ভাইরে!২
তাই বুঝি বারেবারে তোমাদের দ্বারে দ্বারে
হাঁক দিয়ে যাই জনে জনে!----
আগুন লেগেছে মনে মনে!
ওরে ভাই আগুন লেগেছে মনে মনে!
( লেখা ১৭ই ফেব্রুয়ারী'১৯)
( লেখা ১৭ই ফেব্রুয়ারী'১৯)
No comments:
Post a Comment