Powered By Blogger

Saturday, February 24, 2024

গানঃ মর্মে মর্মে শরমে মরি যে---

মর্মে মর্মে শরমে মরি যে কি দিয়ে পুজিব এ বেলা?
হারিয়ে জীবন শেষেতে এখন তব চরণে ভিড়িয়েছি ভেলা।
তুমি যে দয়াল বিধিও ভয়াল তুমি যে প্রেমের ধারা
তোমার বাঁশরি তোমার ইশারা করে মোরে গৃহছাড়া।
কুসুম যেমন পাপড়ির বুকে তেমনি আমাতে তুমি
তোমার চরণে সঁপেছি জীবন শুধু তুমি আর আমি।


বুকের পাঁজরে জ্বালি যে আগুন সে বজ্রানল যে তুমি
আঁধার রাতে ঝড় বাদলেতে বাড়িয়ে হাতখানি
নিয়েছো জড়ায়ে বুকেতে আমায় শুনিয়ে আশার বাণী।
তোমারে হেরিয়া পেয়েছি আমার বাঁচার দিশাখানি।
কুসুম যেমন পাপড়ির বুকে তেমনি আমাতে তুমি
তোমার চরণে সঁপেছি জীবন শুধু তুমি আর আমি।


'বৃত্তি রঙ্গিন আমারই জীবন তোমারই চরণ তলে
হৃদয় আমার কাঁপে যে তোমার মুখপানে চেয়ে চেয়ে।
তোমারি চলন তোমারি বলন প্রাণেতে আরাম আনে
জপি তব নাম গাহি তব গান আমারি মনের বীণাতে।
কুসুম যেমন পাপড়ির বুকে তেমনি আমাতে তুমি
তোমার চরণে সঁপেছি জীবন শুধু তুমি আর আমি।


শয়নে স্বপনে তুমি জাগরণে থাকো যে তুমি দয়াল
শিরায় শিরায় পাই যে তোমায় তুমি বিনা আমি বেহাল।
তুমি যে প্রাণ ভোমরা আমার তুমিই যে জীবন স্বামী
লহ মোর প্রণাম জপি তব নাম জীবন জুড়ে শুধু তুমি।
কুসুম যেমন পাপড়ির বুকে তেমনি আমাতে তুমি
তোমার চরণে সঁপেছি জীবন শুধু তুমি আর আমি।


( বর্ণে গন্ধে ছন্দে গীতিতে গানের সুরে )

No comments:

Post a Comment