অধ্যক্ষ সম্বোধন ও শ্রী ব্যৱহার।
প্রশ্নকর্তা আমাকে বেশ তেজের সঙ্গে বিশেষণ সহযোগে ঝাঁঝিয়ে বললেন মশাই আপনাদের মত আমাদের আচার্য হয় না, আমাদের অধ্যক্ষ; আর আমাদের অধ্যক্ষ শ্রদ্ধেয় কাজলদা ও শ্রদ্ধেয় বিদ্যুৎ রঞ্জন চক্রবর্তী।
আমি বললাম, আপনি বলতে পারেন কোন স্কুলে বা কলেজে পড়েন যে স্কুল বা কলেজের অধ্যক্ষ শ্রদ্ধেয় কাজলদা এবং শ্রদ্ধেয় বিদ্যুৎ রঞ্জন চক্রবর্তীদাদা। আপনার কথামত বর্তমানে অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রীবিদ্যুৎ রঞ্জন চক্রবর্তীদা তাহলে শ্রদ্ধেয় শ্রীকাজলদা কি পদে আছেন? আপনাদের সংগঠনে দুইজন অধ্যক্ষ!? আপনারা ঠাকুর পরিবারের বাইরে অনেক উচ্চমার্গীয় দক্ষ, যোগ্য, জ্ঞানী ভক্তমণ্ডলী থাকা সত্ত্বেও ঠাকুর পরিবারের লোককে অধ্যক্ষ মনোনীত করেছেন কেন!? কথাটা বললাম এইজন্য যে আপনি নিজেই আপনার আমাকে করা মন্তব্যগুলিতে শ্রীশ্রীবড়দা ও তাঁর পরিবারের সদস্যদের আক্রমণ করতে গিয়ে বারবার এই উচ্চমার্গীয় ভক্তদের উদাহরণ টেনে এনে তাঁদের সঙ্গে তুলনা ক'রে ঠাকুর আত্মজদের ছোট করতে চেয়েছিলেন! তাই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য প্রশ্নটা করলাম। আপনারা যে না-মানার গর্ভজাত তা আপনাদের আচরণই ফুটিয়ে তোলে! কেননা আপনারা শ্রীশ্রী ব্যবহার নিয়ে যে অযৌক্তিক যুক্তি তর্কের ঝড় তুলে বাজার গরম করতে চেষ্টা করছেন ৫০ বছর যাবৎ সেই ঝড়ে নিজের ঘরই ভেঙে চুরমার!!!!! আপনি ও আপনারা এমনই ঠাকুরকে মানেন যে না-মানার সাধনা করতে করতে আপনাদের ঠাকুর যে ব্যবহার, যে চরিত্র, যে আচরণ, যে কথা, যে ভাষা অপছন্দ করতেন সেই পথে হাঁটতে হাঁটতে আপনারা ভুলে গেছেন কাকে কি সম্বোধন করতে হয়! দেখুন, আপনি শ্রদ্ধেয় শ্রীবিদ্যুৎ রঞ্জন দাদাকে শ্রদ্ধেয় বিদ্যুৎ রঞ্জন চক্রবর্তী বলেছেন!!!!! শ্রদ্ধেয় কেষ্টদাকে শ্রদ্ধেয় কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য বলেছেন! শ্রী ও দাদা ব্যবহার করেননি। এটা আর কিছু নয় অতি ঠাকুর প্রেমের পরিণাম! ছেঁদো স্বভাব নিয়ে শুধু ৫০ বছর ধ'রে কথার কূটকচালিতে থেকে গেলেন আর ছেঁদা খুঁজে গেলেন মানুষের আর দিনের শেষে হ'য়ে গেছেন মস্তবড় আপনারা এক একজন ছেঁদা বিজ্ঞানী!!!!
ক্রমশ:।
এরপর পরবর্তী প্রশ্ন।
(২৭শে সেপ্টেম্বর'২০১৯)
No comments:
Post a Comment