Powered By Blogger

Saturday, September 24, 2022

প্রবন্ধঃ কয়েকটি প্রশ্নের উত্তর। প্রশ্ন ১৬

ভুল ও ঠাকুর পরিবার সমার্থক!

প্রশ্নকর্তা ও কর্তারা ভুল আবিষ্কার করেছেন। ভুল আবিষ্কার করেছেন ঠাকুর আত্মজদের মধ্যে!!!!! ভুল করেছেন ও করছেন শ্রীশ্রীবড়দা ও তাঁর স্নেহের ভালোবাসার ধন শ্রীশ্রী অশোকদাদা, শ্রীশ্রীবাবাইদাদা এমনকি শ্রীশ্রীঅবিনদাদা! আপনি যখন এতদূর পর্যন্ত উপলব্ধিতে পৌঁছেছেন তখন আর চিন্তা কি!? কিসের ভাবনা!? আপনার/আপনাদের বোধ যখন এত স্ট্রং, এত স্বচ্ছ তখন এত হতাশা কেন!? কেন ৫০ বছর ধ'রে হতাশার কান্না কেঁদে চলেছেন আপনারা!? ঠাকুর আত্মজরা যখন অন্ধকারে রয়েছেন ব'লে আপনার/আপনাদের উপলব্ধি হয়েছে, যখন কোটি কোটি ভক্ত শিষ্য যেটা বুঝতে পারছে না তখন সেই বিষয়টি আপনি/আপনারা কত সহজেই বুঝতে পেরেছেন, অভিজ্ঞতা লাভ হ'য়েছে আপনার/আপনাদের তখন সেখানে এত ব্যর্থতার দীর্ঘ নিঃশ্বাস পড়ছে কেন!? কেন ঘোর অন্ধকারে গলাকাটা লাশের মত মাটিতে পড়ে ছটফট করছেন !? এত উপলব্ধির গভীরে পৌঁছে গেছেন আপনি/আপনারা, নির্ভুল-নিখাদ জ্ঞানের আলোর সন্ধান পেয়েছেন অথচ ঠাকুরের উপর বিশ্বাস, ভরসা নেই!? আপসোস না ক'রে, হতাশ না হ'য়ে দেখুন না ঠাকুর কি করেন? আপনি/আপনারা কেন বিচারের ভার নিজের হাতে তুলে নিয়েছেন? আপনি/আপনারা কেন বিচারকের আসনে নিজেকে বসিয়েছেন? এত উপলব্ধি, এত অভিজ্ঞতা, এত জ্ঞান অর্জন করেছেন আর এই উপলব্ধি হয়নি যে নিজের অজান্তে একটা ঔদ্ধত্বপূর্ণ অহংকার আপনার/আপনাদের কথাবার্তার মধ্যে ফণা তুলে ছোবল মেরে চলেছে ঠাকুর আত্মজদের বুকে, প্রকারান্তরে ঠাকুরের বুকে!?!?!? আপনার/আপনাদের এত জ্ঞান? আপনি/ আপনারা ঠাকুরের সব বই পড়ে ফেলেছেন, ঠাকুরের সব বিষয়ের উপর বলা হাজার হাজার বাণীগুলি জানা হ'য়ে গ্যাছে অথচ ঠাকুরের পরম আদরের বড় সন্তান বড়খোকা, এ যুগের হনুমান, বিশ্বজুড়ে কোটি কোটি সৎসঙ্গীদের বড়ভাই, ঠাকুর ও সৎসঙ্গ-এর চোখের মণি শ্রীশ্রীবড়দা ও তাঁর পরিবারের সন্তানরা কিচ্ছু বোঝেন না, কিচ্ছু জানেন না, কোনও উপলব্ধি, জ্ঞান, অভিজ্ঞতা নেই!!!!!!? ঠাকুর এত দয়াময় যে আপনাকে/আপনাদের এমন শক্তি দান করেছেন যে তাঁর আত্মজদের উপর আপনি আপনার/আপনাদের জ্ঞানের, আপনার/আপনাদের উপলব্ধির, আপনার/আপনাদের অভিজ্ঞতার চাবুক চালান হিংসার মসনদে বসে!? এত উপলব্ধি হয়েছে আর এই উপলব্ধি হয়নি হিংসার আগুনে যাকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে চাইছেন আপনারা সবাই পাগলের মত সেই হিংসার আগুন তো জ্বলছে আপনার/আপনাদের বুকের মধ্যে আর সেই আগুনে পুড়ে যে ছাই হ'য়ে যাচ্ছে বুকের ভিতর, পুড়ে খাক হ'য়ে যাচ্ছে জীবন-যৌবন সেদিকে খেয়াল নেই!? খেয়াল নেই বন্ধু! শেষের সেদিন কিন্তু ভয়ঙ্কর! দেখুন কেমন উজান বেয়ে তরতড়িয়ে এগিয়ে চলেছে, গ্রাস ক'রে ফেলছে গোটা বিশ্বকে ঠাকুরের নিজের হাতে তৈরি 'সৎসঙ্গ' পিতাপুত্রের অকল্পনীয়, অভাবনীয়, অচিন্তনীয়, অভূতপূর্ব লীলার মধ্যে দিয়ে!!!!!!! সব, চারপাশ সব ভেসে যাবে এই লীলা, মহালীলার চোরাস্রোতে! ফল্গুধারার মত ব'য়ে যাচ্ছে, ব'য়ে যাবে আর পদ্মার ভাঙ্গনে গোটা গ্রামকে গ্রাস করার মত গোটা বিশ্বকে গ্রাস ক'রে ফেলছে ও ফেলবে একদিন সৎসঙ্গ আর সৎসঙ্গের পেটের মধ্যে ঢুকে যাবে গোটা বিশ্ব ঠাকুরের রেখে যাওয়া নির্বাচিত প্রতিনিধিদের নেতৃত্বে!!!!!!! রেতধারার মধ্যে দিয়ে পিতাপুত্র রূপে এবারের এই ভয়ঙ্কর লীলা!!!! এই লীলার রথ এগিয়ে চলেছে, যে বা যারা এই রথকে বাধা দেবে, থামাতে চেষ্টা করবে তাদের সলিল সমাধি ঘটবে এই রথের চাকার তলায়!!!!!! নিরাশি নির্মমভাবে চলবে তাঁর অপারেশন!!!!!!!! এই অপারেশনের সার্জেন স্বয়ং পরম পিতা! তাই সবাই সাবধান! সব সাধু সাবধান!!!

এই কথা মানতেও পারেন আবার নাও মানতে পারেন! গ্রহণ-বর্জন আপনার/আপনাদের ব্যক্তিগত। কিন্তু সত্য চিরকাল সত্য!!!!!!!!

(২রা অক্টোবর'২০১৯)

No comments:

Post a Comment