রণে, বনে, জলে জঙ্গলে যেথায় যাচ্ছো
সেথায় পড়ছো মারা ধনে প্রাণে জনে!
তবুও দেখছো না ভেবে একবারও
ঘটছে কেন এমন এবং কি কারণে!?
বন্ধু! কষ্ট পাচ্ছো মনে।
বন্ধু! যা করছো তুমি আর ভাবছো মনে মনে
সকাল থেকে রাত আর রাত থেকে সকাল
জীবন মাঝে সংসার কিম্বা নিজের তরে
দেখেছো কি তলিয়ে তাতে পাপপুণ্য
কতটা আছে ভরে? বন্ধু! কষ্ট পাচ্ছো মনে।
বন্ধু! সকাল হ'লেই চোখ খুলেই করছো আঘাত
আর দিচ্ছো ব্যাঘাত সবার সব কাজে
জনে জনে প্রতিক্ষণে পিছন থেকে
মারছো কাঁচি মরি বাঁচি কাঁকড়া চরিত্র হ'য়ে!
দিন শেষে রাত্রি হ'লে পরে ঘরের কোণে
বালিশে মুখ গুঁজে থাকো বিছানায় প'ড়ে
ঘুম আসে না চোখে কাঁপছ শুধু ভয়ে!
কেন? কেন বন্ধু ভিতরে ভিতরে যাচ্ছো শুধু ক্ষয়ে!?
বন্ধু! এর পরেও তোমায় বন্ধু ভেবে চলছে যে
তোমায় সয়ে বয়ে মাথায় তোমায় নিয়ে
তার বুকেতে মারছো লাথি যে করেছে তোমায় সাথী
চলার পথে ভুলে গিয়ে তোমার করা অপমানকে!
ভেবে দেখেছো কি আর কি রইলো বাকী?
চুরাশি লক্ষ যোনি ভ্রমণ শেষে মানুষ হ'য়ে এসে
বেলা শেষে জমার ঘরে রইলো
শুধু ফাঁকি, ফাঁকি আর ফাঁকি!
কি নিয়ে আর কাটাবে বাকি জীবন তোমার বন্ধু!?
অস্তাচলে যাচ্ছে জীবন সূর্য
কি নিয়ে আর কাটাবে বাকি জীবন তোমার বন্ধু!?
অস্তাচলে যাচ্ছে জীবন সূর্য
তবুও নেপোয় মারে দই-এর মত বন্ধু
চার্বাক তত্ত্বে হ'য়ে মত্ত
খাচ্ছো ঘি ক'রে এন্তার কর্জ!
চোখ বুঝে আছো সদাই পাপের ঘড়া হচ্ছে ভারী
তবুও হচ্ছে না হুঁশ এমন বেহুশ বোধহীন তুমি আনাড়ি!
তাই তো বলি বন্ধু! কষ্ট পেও না মনে
আর থেকো না অসুস্থ মনের স্যাঁতসেঁতে ঘরের কোণে।
এসো, এসো বন্ধু কুয়োর আকাশ ছেড়ে
দিগন্ত বিস্তৃত নীল আকাশ তলে!
যেথা পেঁজা তুলোর মত স্বপ্নের মেঘেরা যায় উড়ে উড়ে
দয়াল ধামের বার্তা নিয়ে তোমার তরে আসে ফিরে ফিরে!!
এসো বন্ধু! এসো ফিরে! আপন নীড়ে!
(লেখা ২৩শে সেপ্টেম্বর '২০২১)
খাচ্ছো ঘি ক'রে এন্তার কর্জ!
চোখ বুঝে আছো সদাই পাপের ঘড়া হচ্ছে ভারী
তবুও হচ্ছে না হুঁশ এমন বেহুশ বোধহীন তুমি আনাড়ি!
তাই তো বলি বন্ধু! কষ্ট পেও না মনে
আর থেকো না অসুস্থ মনের স্যাঁতসেঁতে ঘরের কোণে।
এসো, এসো বন্ধু কুয়োর আকাশ ছেড়ে
দিগন্ত বিস্তৃত নীল আকাশ তলে!
যেথা পেঁজা তুলোর মত স্বপ্নের মেঘেরা যায় উড়ে উড়ে
দয়াল ধামের বার্তা নিয়ে তোমার তরে আসে ফিরে ফিরে!!
এসো বন্ধু! এসো ফিরে! আপন নীড়ে!
(লেখা ২৩শে সেপ্টেম্বর '২০২১)
No comments:
Post a Comment