জয়গুরু ও পরাজয়গুরু!
অনেকে আমাকে জয়গুরু জানান উত্তরে তাকে বা তাদের পরাজয়গুরু যদি বলি তাহ'লে তারা আমাকে নানা প্রশ্ন করেন। কেন, কি জন্য এরকম বললাম? এরকম বলা উচিত কি? আবার অনেকে কটু কথাও বলে।
যাই হ'ক, 'জয়গুরু' উত্তরে 'পরাজয়গুরু' বলা কি আমার ভুল হবে, অন্যায় হবে? আসুন একটু ঠান্ডা মাথায় ভেবে দেখি।
গুরুভাইরা পরস্পর পরস্পরের সঙ্গে দেখা হ'লে জয়গুরু বলে। কেন বলে? আশা করি নিশ্চয়ই এই সহজ কথাটা সকলেই জানে। না জানলে পরে ব্যাখ্যা, বিশ্লেষণ করা যেতে পারে। কিন্তু যেহেতু আমি পরাজয়গুরু কথাটা লিখেছি তার স্বপক্ষে আমার মতামত জানাচ্ছি। তারপরে অন্য আরো প্রশ্নের উত্তরে যাবো।
গুরুকে সামনে রেখে যারা মুখে শুধু জয়গুরু বলে, কাজে কিছু করে না, শারীরিক, মানসিক, আর্থিক কোনোভাবেই গুরুর কাজে যোগান দেয় না, নিজেকে যুক্ত রাখে না কোনোভাবেই কিম্বা যোগান দিলেও একটা হামবড়াই ভাব নিয়ে যোগান দেয়, পরস্পর পরস্পরকে সইতে- বইতে পারে না, ঝগড়া-কোন্দলে পরিবেশ-পরিস্থিতি বিষিয়ে তোলে, পরম প্রেমময়ের পতাকার তলায় চরম হিংসার বাতাবরণ তৈরি করে, প্রতিমুহূর্তে নিজে কিছু না ক'রে সাজানো বাগানে ফুল তোলার অভ্যাসে ঠাকুরের লেকচার ঝাড়ে, যারা ঠাকুরের কাজে গ্রাউন্ড লেবেলে প্রাণপাত করে তাদের কাজের খুঁত ধরে এবং আর এক শ্রেণী যারা নিজেদের গুরুভাই, সৎসঙ্গী ব'লে দাবী করে অথচ গুরুর পরম ভক্ত, পরমপ্রিয় আত্মজ, আদরের বড়খোকা, বিশ্বজুড়ে সৎসঙ্গীদের চোখের মণি বড়ভাই ও এ যুগের হনুমান, এ যুগের নিত্যানন্দ, এ যুগের বিবেকানন্দ পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা এবং সৎসঙ্গের বর্তমান আচার্য পরম পূজ্যপাদ শ্রীশ্রীদাদা, কোটি কোটি সৎসঙ্গীর আশা- ভরসা- প্রেরণার মূর্তরূপ পূজ্যপাদ শ্রীশ্রীবাবাইদাদা ও সৎসঙ্গ জগতের সৎসঙ্গী পরিবারের ইয়ং জেনারেশনের আইডল শ্রীশ্রীঅবিনদাদা এবং ঠাকুর পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে, তাদের বিরুদ্ধে প্রকাশ্যে ও মিডিয়ায় কুৎসা, নিন্দা, সমালোচনা, গালাগালি, বদনাম, অপবাদ, অপমান ইত্যাদি করা হয়, উগরে দেওয়া হয় তীব্র ঘৃণা, কানের মধ্যে গরম সীসা ঢেলে দেওয়ার মত ঢেলে দেয় সমাজ দেহের অভ্যন্তরে অশ্লীল শব্দের উগ্র সূরা, বমন করে হলুদ শব্দের পিত্তবমি আর তাতে উৎসাহিত হ'য়ে ঠাকুর বিরোধী জনসমাজ নেবে পড়ে ময়দানে হৈ হৈ ক'রে ঠাকুর আর ঠাকুর পরিবারের পিন্ডি চটকাবে ব'লে শয়তান কিলবিসের রূপে আর তখন যদি এইসমস্ত গুরুভাই নামধারী তথাকথিত ঠাকুর ভক্তরা 'জয়গুরু' বলে পরস্পর গুরুভাইয়ের মধ্যে তাহ'লে কি জয়গুরু বলা তাদের বা আমাদের শোভা পায়!? 'জয়গুরু' শব্দ বা কথার অন্তর্নিহিত অর্থ, গভীরতা, গুরুত্ব সেখানে বজায় থাকে কি? গুরুর কি সেখানে জয় হয় না পরাজয় হয়? তাহ'লে 'জয়গুরু'-র উত্তরে গুরুর যে জয় হচ্ছে না, গুরুর যে পরাজয় হচ্ছে সেটা প্রতিপক্ষকে অল্পকথায় ছোট্ট ক'রে বিশদে না গিয়ে, তর্ক-ঝগড়া না ক'রে জানান দেওয়ার জন্য হাসিমুখে 'পরাজয়গুরু' বলা যেতেই পারে আর যারা 'জয়গুরু' ব'লে গুরুর মুখ পোড়ায় তাদের থেকে এই পরাজয়গুরু বলাটা খুব একটা বেশী অন্যায় বা ভুল হবে না! তাই না? কি বলেন আপনারা!? কারণ এখন তো সেলিব্রিটিরা টিভিতে, সিনেমায়, স্টেজে হ্যা হ্যা ক'রে দাঁত কেলিয়ে হাসতে হাসতে 'জয়গুরু' ব'লে টান দিয়ে সুর ক'রে একটা বিকৃত স্বরে ডাক দেয় আর তার প্রত্যুত্তরে আরও জোরে ঠাপ দিয়ে 'এনজয়গুরু' ব'লে উল্লাস করে। এখন 'জয়গুরু' খিল্লিতে পরিণত হয়েছে!!!!! যাক, এর জন্যে আমরাই দায়ী।
ক্রমশ: পরবর্তী প্রশ্নের উত্তরের অপেক্ষায় থাকুন।
(লেখা ১০ই সেপ্টেম্বর'২০১৯)।
No comments:
Post a Comment