Powered By Blogger

Saturday, September 24, 2022

প্রবন্ধ! কয়েকটি প্রশ্নের উত্তর: প্রশ্ন ৪

মতের অমিল ও অসহিষ্ণুতা।

লেখালেখিকে কেন্দ্র ক'রে মতের আদান প্রদান একটা স্বভাবিক প্রক্রিয়া। মতের মিল হ'তেও পারে আবার নাও হ'তে পারে। এটাও স্বাভাবিক প্রক্রিয়া মাত্র। গ্রহণ-বর্জন দাতা-গ্রহীতা উভয়ের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই প্রক্রিয়ায় ত্রুটি থাকা বা না থাকা সেটা ব্যক্তি নির্ভর। এই মতের আদান প্রদানের মধ্যে সুস্থ-অসুস্থ মানসিকতার প্রতিফলন ঘটে এবং উদ্দেশ্যপ্রণোদিতও হয় বটে। এই গ্রহণ-বর্জন, মিল-অমিল, মানা-না মানা ইত্যাদি সব ব্যাপারটাই প্রতিটি ব্যক্তির মানসিকতা, দৃষ্টিভঙ্গি, জীবন ধারণ, শিক্ষা, রুচি, পরিবেশ, সঙ্গ, অসহিষ্ণুতা এবং সর্বোপরি ইগো নামক একটা ভয়ঙ্কর সংক্রামক ব্যাধি যা প্রায়শঃই অনিরাময়যোগ্য (নিরাময়ের এক ও অদ্বিতীয় উপায়, পথ বা পথ্য হ'লো পাহাড়কে মহম্মদের কাছে আসা) ইত্যাদিকে ঘিরে আবর্তিত হয়। 

যাই হ'ক আমার বিভিন্ন লেখাকে কেন্দ্র ক'রে প্রশংসা-নিন্দার বলয় তৈরি হয়েছে! প্রশংসা যেমন আনন্দ দেয়, শরীর-মনকে প্রফুল্ল ক'রে তোলে ঠিক তেমনি নিন্দা, কুৎসা, গালাগালি আঘাত হ'য়ে বুকে বাজে।

একজন প্রশ্ন করলেন, অন্যের মতের সঙ্গে আপনার মতের মিল না হ'লেই কথার প্রহার করবেন? আমি জিজ্ঞেস করলাম, কার মতের সঙ্গে আমার মতের মিল হয়নি? কে সে? কার কথা বলছেন? তখন কথা ঘুরিয়ে দিয়ে বললেন, সে যেই হ'ক, আপনি কথার প্রহার করতে পারেন কিনা বলুন? আমি বললাম, আরে বাবা! এ তো অদ্ভুত ব্যাপার! ধর নেই, লেজ নেই, পেটি দেখে বলো দেখি এটা কি জীব! ব্যাপারটা তাই হ'লো নাকি!? ওপার থেকে অনেকক্ষন কোনও কমেন্ট নেই! অনেকক্ষন পর ভেসে উঠলো কমেন্ট বক্সে, আপনি একটা বিষাক্ত সাপ!

আমি লিখলাম, আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখুন আপনি উত্তেজিত হ'য়ে কিসের প্রহার করলেন! আপনি কি অন্যের হ'য়ে জোয়াল টানছেন? নাকি আপনি নিজেই সেই ব্যক্তি যার মতের সঙ্গে আমার মতের মিল না হওয়ায় এই আক্রমণ? কারণ যাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার কথার চাবুক সেটা ঘুরে দিক পরিবর্তন ক'রে আপনার দিকে ঘুরে গিয়ে আপনাকে অসহিষ্ণু ক'রে তুললো! কেন? তাহ'লে কি ধ'রে নিতে হবে এই আপনিও তাদের একজন!? ছুপা রুস্তম! এটা কি "চোরের মন বোঝকার দিকে" হ'লো না? হ'লো নাকি, "ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি!" আপনার প্রশ্নগুলি কি প্রবাদের মত হ'য়ে গেল না!? 

এখন প্রশ্ন হচ্ছে কোনটা মত? কুৎসা, নিন্দা, গালাগালি, উগ্র কুৎসিত সমালোচনা কি মতের মধ্যে পড়ে? অসহিষ্ণু মানুষের সঙ্গে কি মতের আদান প্রদান চলতে পারে? মতের আদান প্রদানের মধ্যে কি তর্ক চলে? মত বিনিময়ে কি হারজিতের কোনও স্থান আছে? মত বিনিময় কি জ্ঞানের পরিধি বিস্তারের অন্তরায় নাকি সম্পর্কে ফাটলের কারণ? মত বিনিময় কি লক্ষ্যহীন ও লক্ষীছাড়া অসভ্য বর্বরোচিত হয়? কারও প্রতি কারও অশ্লীল মন্তব্যের (?) পরিপ্রেক্ষিতে যদি কেউ সেই অশ্লীল মন্তব্যের বিরুদ্ধে কড়া কথার চাবুক চালায় তাহ'লে কি সেই কড়া কথার প্রহারকে কাঠগড়ায় দাঁড় করাবার জন্যে মতের দোহাই দিয়ে মিল-অমিলের প্রশ্ন তুলে ধরতে হবে!? 

যাক, যার পাঁঠা সে লেজে কাটবে কি মাথায় কাটবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার! 

তবে সে দিনও বেশিদূর নেই একদিন আসবে যেদিন নিজের পাঁঠা ব'লে যেমন ইচ্ছা কাটবো তাও নিষিদ্ধ হবে। কারণ সভ্যতার অগ্রগতি অন্তহীন!!!!!!!

(লেখা ১২সেপ্টেম্বর'২০১৯)

No comments:

Post a Comment