নেতাজী সুভাষচন্দ্র বোস তিন তিনবার এসেছিলেন সৎসঙ্গ আশ্রমে শ্রীশ্রীঠাকুর দর্শনে। তার সঙ্গে দেশের স্বাধীনতার বিষয়ে গভীর ও দীর্ঘ আলোচনা হয়েছিল। নেতাজীর মা-বাবা দুজনেই শ্রীশ্রীঠাকুরের
দীক্ষিত ছিলেন। ঠাকুরের সঙ্গে দীর্ঘ আলোচনায় তিনি স্বীকার করেন মানুষ তৈরীর জন্য বিবাহ সংস্কারের প্রয়োজন কিন্তু এ দীর্ঘ সময় সাপেক্ষ।
ঠাকুর দৃপ্তকন্ঠে বলেছিলেন, "দীর্ঘ সময় তো নেবেই। আমরা তো এতদিন পর্যন্ত জাতির বা সমাজের স্থায়ী কল্যাণের জন্য কিছুই করিনি। বহু গলদ জমে গেছে। সাফ করতে সময় নেবে বৈকি ? কোন Shortcut Programme (সংক্ষিপ্ত কর্মসূচী) এ জাতির সত্যিকার কল্যান হবে বলে আমার মনে হয় না।"
কিন্তু এই নির্ম্মম সত্য জানা সত্বেও নেতাজী দেশবন্ধুর মতো নিজেকে ঠাকুরের চরণে সঁপে দেননি। প্রশ্নঃ তিনি কি তার মাতাপিতার মত শ্রীশ্রীঠাকুরকে জীবনে গ্রহণ করেছিলেন?
প্রবি।
No comments:
Post a Comment