একবার হোম মিনিষ্টার বি. এন. দাতার এসেছিলেন উৎসবের সময়। শ্রোতারা ছিল সব বাংলাভাষাভাষী। তিনি তখন তা দেখে ঠাকুরের কাছে একজন দোভাষী চাইলেন যাতে তিনি ইংরেজিতে যা বলবেন সঙ্গে সঙ্গে মুহূর্তে বাংলা ক'রে বলবে। শ্রীশ্রীঠাকুর প্রফুল্লদাকে দায়িত্ব দিলেন আর বললেন, "ভাল ক'রে কবি। দাতার সাহেবের কথায় অডিয়েন্সকে পাগল ক'রে দিবি। ধন্যি ধন্যি পড়ে যাবে দাতার সাহেবের।" উৎসবের মিটিংয়ে মঞ্চে দাতার সাহেব বলার সঙ্গে সঙ্গে প্রফুল্লদাও তোড়ে ব'লে যেতে লাগলেন। উপস্থিত সমবেত ত্রিশ হাজার শ্রোতার হাততালি আর থামে না। বক্তৃতার পর কেষ্টদা বিস্ময়ে অভিভূত হ'য়ে প্রফুল্লদাকে বললেন প্রশংসাসূচক অনেক কথার শেষে বললেন, "মনে হচ্ছিল গুরুগত প্রাণ কোনো ভক্তের বক্তৃতার তর্জমা হচ্ছে!" সে কথা শুনে শ্রীশ্রীঠাকুর বললেন, " মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম।"
প্রশ্নঃ মনে হওয়া গুরুগত প্রাণ ভক্ত হোম মিনিষ্টার বি এন দাতার কি শ্রীশ্রীঠাকুরকে জীবনে গ্রহণ করেছিলেন?
প্রবি।
No comments:
Post a Comment