Powered By Blogger

Saturday, September 24, 2022

প্রবন্ধঃ কয়েকটি প্রশ্নের উত্তর। প্রশ্ন ১৪

কুৎসা ও শ্রদ্ধেয় সম্বোধন!?

এই প্রশ্নকর্তারা আমাকে যতগুলি কমেন্ট করেছে প্রতিটি কমেন্টের প্রতিটি লাইনের উত্তর তাদের দিয়েছি, দিয়ে যাচ্ছি ও দিয়ে যাবো। এবং তাদের পাল্টা প্রশ্ন রেখেছি, রাখছি ও রাখবো কিন্তু এই প্রশ্নকর্তারা একটা প্রশ্নেরও উত্তর দেন নি, আর দিতে পারবেনও না তা জানি আর না দিয়ে প্রসঙ্গ পাল্টে অন্য প্রসঙ্গে চলে যায় ধূর্তের মতন আর পাল্টা গালাগালি, কুৎসার বাজার খুলে বসে এরা! 

হে প্রশ্নকর্তা! যত ইচ্ছা গালাগালির অলংকারে ভরিয়ে দিয়ে লিখুন, প্রশ্ন করুন! গালাগালি দিয়ে লিখেছেন আবোল তাবোল লেখার কলম থামাতে। তা বলি কি একটু ধৈর্য ধরুন, অসহিষ্ণু হবেন না। সময়মত আপনাদের সব সমাপ্ত হবে আর আপনাদের  প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া আমার শেষ হ'লে স্বাভাবিকভাবেই আমি কলম থামিয়ে দেবো। আপনাকে বিরক্তি প্রকাশ করতে হবে না। উত্তেজিত হ'য়ে রক্তচাপ বেড়ে গেলে সারা জীবন রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে ওষুধ খেয়ে যেতে হবে। সারা জীবন ওষুধ খেয়ে কি বাঁচা যায়!? মানুষ কখন রেগে যায়? কখন উত্তেজিত হ'য়ে গালাগালি করে? তা একটু যাদের বোধবুদ্ধি আছে তারা বুঝতে পারে, ধরতে পারে। আর আপনারা যারা আমাকে সহ্য করতে না পেরে অকথ্য কুকথ্য গালিগালাজ করেন সেই সবাই এই এক চরিত্রের! আর সচেতন পাঠক মাত্রই দুধ কা দুধ, আর পানি কা পানি বুঝে নিতে পারে, আলাদা ক'রে নিতে পারে খাঁটি দুধ আর জল মেশানো দুধ! আপনাদের আর আমার উভয়ের কমেন্ট পড়ছেন, পড়েছেন  দীক্ষিত-অদিক্ষিত পাঠককুল। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের প্রেমের পতাকার তলায় ঘৃণার নিশ্বাস-প্রশ্বাস নিয়ে ঠাকুর আত্মজ শ্রীশ্রীবড়দা ও তাঁর পরিবারের বিরুদ্ধে তীব্র ঘৃণা উগরে দিয়ে তাঁদের চ্যালেঞ্জ জানাচ্ছেন!!!!!!!! পাপ! মহাপাপ!!

বাহঃ!!!!!! এই না হ'লে বাপকা বেটা!? প্রবাদ আছে, "বাপকা বেটা সহিস কা  ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া।"  পরিচয় পাওয়া যাচ্ছে বাপ-বেটার শিক্ষা-সংস্কৃতি ও ঐতিহ্যের!!!! আপনাদের পূর্বপুরুষরা যা করেছেন আপনারা সেই মহাপাপী কুজন যে পথে করে গমন-এর মত পূর্বপুরুষদের ভন্ডামির বোঝা ব'য়ে চলেছেন! একদিকে দিচ্ছেন শ্রীশ্রীবড়দাকে ও ঠাকুর আত্মজদের তীব্র গালাগালি, করছেন প্রকাশ্যে কুৎসা, নিন্দা, সমালোচনা আবার পরবর্তীতে বলছেন শ্রদ্ধেয় বড়দা, শ্রদ্ধেয় অশোক দাদা ইত্যাদি!!!!!!!! কেন!? কেন এই ভণ্ডামি!? কেন এই চালাকি!? কেন এই কপট মানসিকতা!? কেন এই ঘৃণ্য চরিত্র!? কে শেখাচ্ছে এই সব!? মনে রাখবেন, সময় সবকিছুর নিখুঁত উত্তর দেবে! সময় সবসে বড়া বলবান!!

হ্যাটস অফ প্রশ্নকর্তা আপনাদের!!!!!!! কখন যে কি রূপ দেখবো! 

ক্রমশ:

এরপরে পরবর্তী প্রশ্ন।

(লেখা ২৬সেপ্টেম্বর '২০১৯)

No comments:

Post a Comment