দয়াল কোনোদিনই ভয়াল হয়নি। কথাটা বলার ইচ্ছা ছিল না তবু্ও বললাম। একটু অন্যভাবে বলা যেতে পারে দয়াল ভয়াল হয়েছে কিন্তু সময়ে হয়নি। আমি বৃত্তি-প্রবৃত্তির ঘেরাটোপে থাকা মানুষ। আমি আমার মত সময়ের হিসেব করি। আর দয়ালের সময়ের হিসেব দয়ালের মত। যুগে যুগে দুষ্টরা রাজত্ব ক'রে গেছে আর তার ফল ভোগ করেছে ভাঙাচোরা বৃত্তি-প্রবৃত্তির ঘেরাটোপে আবৃত মানসিক অসুস্থ দূর্বল মানুষ। এর জন্যে সাধারণরাও দায়ী। সমস্ত রকম দুর্বলতা যে পাপ (অন্তত দীক্ষিতরা) তা জানা সত্বেও সেখান থেকে তারা মুক্ত হ'তে পারেনি। পারেনি বললে ভুল হবে পারার জন্য চেষ্টাও করেনি। কিন্তু দয়াল যেদিন ভয়াল হয়েছে সেদিন সব শেষ। ভালোরাও শেষ, দুষ্টরাও শেষ। সব যুগেই তার প্রমাণ আছে। কুরুক্ষেত্র, মহাভারত ইত্যাদি তার জ্বলন্ত সাক্ষী। হে দয়াল! এ যুগ শিশুপালেদের যুগ নয় যে একশোটা অপরাধ তুমি ক্ষমা করবে। ভয়ংকর দুষ্টকে সংশোধনের সুযোগ দেবে। আজ মহালয়া। দয়াল তুমি মাকে পাঠাচ্ছো। কোথায় পাঠাচ্ছো? মাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে মা! তুমি কখন অসুর বধ করতে এসেছো? যখন সৃষ্টি শেষ হ'তে চলেছিল তখন। তাই নয় কি? ভুল বললাম? তার আগে পর্যন্ত অসুর মহিসাসুরা দাপটে ত্রিভুবন কাপিয়েছে! চালিয়েছে ধ্বংসলীলা! কোন বাপের বাড়িতে তুমি আসছো মা!? কোন মাটিতে তুমি পা রাখতে আসছো তুমি!? এ বাড়ি, এ মাটি কি শান্ত, ঠান্ডা, পবিত্র? তুমি কি জানো তোমার পুজো আয়োজনের পিছনে কতজনের চোখের জল আছে? কিভাবে অর্থ সংগ্রহ হয়েছে? আর চলবেও পরপর নানা নামের আরাধনার অছিলায়। চলবে তোমার কন্যা সরস্বতী পুজো পর্যন্ত। চলবে মাইকে মাইকে আসুরিক হুংকার। তোমার পুজোয় এখন আর আকাশে বাতাসে ঢাকের আওয়াজ ভেসে আসে না। আসে না তোমার নামে মন্ত্রোচ্চারণ। কখনো সখনো ঢাক বাজে। তাও কুয়োর ব্যাং-এর মত প্যান্ডেলের ভিতরে আস্তে আস্তে। কোথাও কোথাও মাইকে ভেসে আসে মহালয়ার ঢংয়ে উৎকট গলায় তীব্র চীতকারে তোমার মন্ত্রোচ্চারণ। আর মাইকে বাজে চটুল গানের হুহুঙ্কার। ব্যতিক্রম অবশ্যই আছে। তা নগন্য। আর ব্যতিক্রম ব্যতিক্রমই। তার প্রভাব সমাজে বহির্জগতে পড়ে না। তুমি তো সব জানো মা। তোমার কি অজানা? তোমায় জানানোর মতো ধৃষ্টতা আমার যেন না হয়। দয়ালের দয়ায় এ বোধটুকু অন্তত আমার হয়েছে। কারা তোমায় স্বাগত জানাবে? কাদের পৌরহিত্যে প্যান্ডেলে প্যান্ডেলে তোমার বোধন হবে? অপবিত্র পাপী হাতের বোধনে তুমি সাড়া দাও!? কই তুমি তো একবারো ট'লে ওঠো না!? প্রাণহীন লাশের মত পুজো নাও! কেন? তাহ'লে আমি বুঝবো কি ক'রে আমি সমাজের একজন কেউকেটা পাপী!?
মা আর একটা কথা বলি তোমায়। এবার তুমি এত আগে, মহালয়ার আগে, প্রায় একমাস আগে এলে কেন মা!? প্রায় প্যান্ডেল রাস্তাঘাট আলোয় আলো! আলোর সাজে সেজে উঠেছে চারপাশ! আলো ঝলমল পরিবেশ ভালো লাগে নিশ্চয়ই। যদিও তা সাময়িক। এমনিতে তো সমাজ মিথ্যা, অন্যায়, অত্যাচার, অবিচার, ব্যভিচারের ঘোর অন্ধকারে ডুবে আছে তার মধ্যে দই-এর স্বাদ ঘোলে মেটাবার মতো অসময়ের কৃত্রিম আলোয় যতটা শ্বাস নেওয়া যায় ততটাই লাভ। একেবারে না পাওয়ার চেয়ে মরিচীকায় ডুবে মরা ভালো। যে কদিন বাচা যায়। তবে মা বলতে পারো এই আগে আসা শাস্ত্রমতে এ কোন নিয়ম? যাক গিয়ে শাস্ত্র তো মানুষই বানায়। এবারও মানুষ বানিয়েছে। সত্য যুগে মুনি ঋষিরা বানিয়েছিল। এ যুগ ঘোর কলি যুগ। ঘোর কলি যুগে না হয় বৃত্তি-প্রবৃত্তির ঘেরাটোপে অবস্থিত রিপুরসে জাড়িত অদ্ভুত জীবেরা আধুনিক মারণাস্ত্রের মত আধুনিক মারণ শাস্ত্র বানিয়েছে!!!
যাই হ'ক, হে দয়াল যারা কোনোদিনই সংশোধন হওয়ার নয় এ যুগ তাদের যুগ। সেই যুগে জন্ম বিকৃত সংশোধনহীন ভয়ংকর শিশুপালদের একশোটা অপরাধ সংশোধন হওয়ার সুযোগ দেওয়া দয়ালের দরবারে ঘোর অবিচার। এ কথা বলার জন্য দয়াল আমায় ক্ষমা ক'রে দিও। যখন তোমার অনুসারী, তোমার অনুগামী, তোমার দীক্ষিতরা তোমার হাজার বলা সত্ত্বেও সংশোধনের 'স' পর্যন্ত সীমারেখা পার হয়নি বরং বহু অনুগামী বহাল তবিয়তে তাত্ত্বিক আমেজে ডুবে এলাকায় এলাকায় মন্দিরে কেন্দ্রে তোমার নামে সাদা পোশাকে ক্ষমতা দখল ক'রে ভণ্ডামি ক'রে বেড়াচ্ছে সেখানে সমাজে সীমাহীন ঔদ্ধত্বে দাপটে বিচরণকারী অদীক্ষিতদের কাছে সংশোধন আশা করা বাতুলতা মাত্র! তাই তোমার দীক্ষিত সন্তান যারা অসহায় অভাবী তোমার কথামতো তোমার পথে চলতে পারে না কিন্তু বেইমানী নেমকহারামী ক'রে তোমার সাথে ভণ্ডামি করে নি, করে না; যারা আজও ডান হাতের রোজগারে তা খুদকুঁড়া হ'লে পরিবারের মুখে তুলে দেয়, নিজে মুখে তোলে কিম্বা যারা সংসারের জ্বালা সইতে না পেরে, স্ত্রী সন্তানের অভুক্ত করুণ মুখের দিকে চেয়ে অনিচ্ছাকৃতভাবে অসৎ পথ অবলম্বন করে শুধু দু'মুঠো মোটা অন্ন তুলে দেবে ব'লে, আর যারা বেকুবের মত ভন্ড, বেইমান, অকৃতজ্ঞ, নেমখারামীদের বিশ্বাস করেছে, নির্ভর করেছে সেই সমস্ত সরল বেকুব ভক্তদের অন্তত তুমি রোগ, শোক, গ্রহদোষ, বুদ্ধি বিপর্যয়, দারিদ্রতা থেকে রক্ষা ক'রো। শেষের সেদিন তাদের যেন ভয়ংকর না হয়। সমাজের অত্যাচারী ব্যভিচারীদের বিচারের ভার রইলো তোমার ওপর। এই-ই আমার তোমার চরণে আকুল প্রার্থনা।---প্রবি।
No comments:
Post a Comment