Powered By Blogger

Saturday, September 24, 2022

কথার স্রোতঃ ৩

একবার শ্রীশ্রীঠাকুর প্রফুল্লদাকে বলেছিলেন সাহিত্যিক প্রেমেন্দ্রনাথ মিত্রের সঙ্গে শান্ডিল্য বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করতে বলেন। আলোচনা চলাকালীন প্রেমেন্দ্রনাথ মিত্র বললেন, "দেশে তো এত বিশ্ববিদ্যালয় আছে, আবার একটা নতুন বিশ্ববিদ্যালয়ের দরকার কি?" প্রফুল্লদা তার উত্তরে সংক্ষেপে যা বলেছিলেন তার মর্মার্থ  ছিল, "পুরুষোত্তমের অসাম্প্রদায়িক বিজ্ঞানসম্মত দীক্ষাভিত্তির উপর গড়ে উঠবে এই শিক্ষার ভিত।" প্রফুল্লদার সংক্ষিপ্ত বক্তব্য শুনে প্রেমেনবাবু বলেছিলেন,  "সংক্ষেপে অনেক কথায় আপনি গুছিয়ে বলেছেন। আর মহাপুরুষের সঙ্গসাহচর্যের কোনো বিকল্প হয় না। অমনতর মানুষই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। এই ধারাটা যেন বজায় থাকে। ঠাকুরের ব্যক্তিত্ব যে এত প্রেম ও প্রেরণাময় তা' আমার জানা ছিল না। আপনাদের উচিৎ দেশবিদেশের সুধীদের তার সামনে নিয়ে আসা।" প্রফুল্লদা বললেন, "আপনি দেখে গেলেন, জেনে গেলেন, আপনিও লক্ষ্য রাখবেন এদিকে।" উত্তরে প্রেমেনবাবু বলেছিলেন, নিশ্চয়ই।  

প্রশ্নঃ সাহিত্যিক প্রেমেন্দ্রনাথ মিত্র কি বিশ্ববিদ্যালয় গঠনে লক্ষ্য রেখেছিলেন? সেই অসীম প্রেম ও প্রেরণাময় ব্যক্তিত্বকে কি জীবনে গ্রহণ করেছিলেন?

প্রবি।

No comments:

Post a Comment