আচার্য ব্যাখ্যা, শ্রীশ্রীঠাকুর মূল্যায়ণ ও ছবি বিক্রি।
প্রশ্নকর্তারা আমাকে লিখেছেন আচার্য শব্দের ব্যাখ্যা দেওয়ার মত আমার ক্ষমতার ভান্ডার শূন্য। শ্রীশ্রীঠাকুরকে মূল্যায়ণ করতে পারে একমাত্র তারাই! ঠাকুরের রেফারেন্স সহ তারাই পারে আচার্য শব্দের ব্যাখ্যা দিতে ও শ্রীশ্রীঠাকুরের মূল্যায়ণ করতে আর শ্রীশ্রীঠাকুর মূল্যায়ণ আমাদের মত আত্মপ্রতিষ্ঠাকারী ব্যক্তিদের বিষয় নয় সেটা তাদের বিষয়, তাদের পথপ্রদর্শকদের বিষয়। আর কোনও কিছু স্বাধীন মত বা চিন্তা ব্যক্ত করলেই ঠাকুরের 'রেফারেন্স দিন, রেফারেন্স দিন' ব'লে চিল চিৎকার শুরু ক'রে দেয়! আর সবচেয়ে অবাক করা বিষয় ঠাকুর পরিবারের সদস্যদের দেওঘরের দোকানে দোকানে ফটো বিক্রিও তাদের জ্বালিয়ে পুড়িয়ে মারছে, তেলেবেগুনে জ্বলে উঠে ফটো বিক্রি নিয়েও আপত্তি তুলতে লজ্জা করছে না, দ্বিধা করছে না!!!!!!
এর উত্তরে বললাম, আচার্য শব্দের ব্যাখ্যা আপনি/আপনারা দেবেন সে তো ভালো কথা, দিন না! কিন্তু, আছে আপনার/আপনাদের সেই মুরোদ, সেই বিশ্বাস, সেই প্রত্যয়!? আর আমার ভান্ডার শূন্য হবার কথা বলেছেন তাহ'লে কান খুলে শুনে রাখুন আমার ভান্ডার কোনোদিনই শূন্য হবে না। আপনি তো দূর কথা আপনাদের কারও হিম্মত নেই আমার ভান্ডার শূন্য করে! এ ভান্ডার পরমপিতার ভান্ডার! যার সাপ্লাই অনবরত অন্তহীন ফল্গুধারা-র মত! হ্যাঁ ঠিক তাই! আপনি দেবেন আচার্য শব্দের ব্যাখ্যা!?!?!? এখনও পর্যন্ত একটা উত্তরও মাথা উঁচু ক'রে দিতে পারেননি আপনারা! আপনার/আপনাদের প্রতিটি মন্তব্যের লাইন ধ'রে ধ'রে উত্তর দিয়ে চলেছি অথচ আমার একটা কথারও জবাব দিতে পারেননি, পাশ কাটিয়ে গেছেন আর আমাকে দোষারোপ করছেন ভিত্তিহীন যুক্তিহীন কথার জাগলারী ক'রে ক'রে!
আরে বালখিল্য ঋষিকুল! শ্রীশ্রীঠাকুরের মূল্যায়ণ করবেন আপনি/আপনারা!? যাদের মুখের ভাষা নোংরা, কুৎসিত, মুখ দিয়ে ঠাকুর পরিবারের বিরুদ্ধে কুৎসিত ভাষার সাপ, ব্যাঙ, ইঁদুর, ছুঁচো বেরোয়, যাদের কথাবার্তা পড়লেই বোঝা যায় বিশৃঙ্খলা আর উচ্শৃঙ্খলায় ভরা অন্তর, যারা প্রকাশ্যে সজ্ঞানে ঠাকুর প্রতিষ্ঠার নামে ঠাকুরকে, ঠাকুর পরিবারকে রাস্তায় নাবিয়ে নিয়ে আসে তারা করবে শ্রীশ্রীঠাকুরের মূল্যায়ণ!?!?!?
জানেন কি ঠাকুর কি বলেছিলেন তাঁর বায়োগ্রাফি কে লিখতে পারে? না জানলে যান শ্রদ্ধেয় শ্রীশ্রীকাজলদার কাছ থেকে জেনে আসুন। মূল্যায়ণ করবেন শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের!? আস্তে কন দাদা/দাদারা, শুনলে ঘোড়ায় হাসবো! ৫০ বছর ধ'রে মূল কেন্দ্র থেকে বিচ্যুত হ'য়ে, মুখ্য বিষয় থেকে মুখ ঘুরিয়ে, ঠাকুরের লক্ষ্য থেকে সরে গিয়ে মৌরসি পাট্টা জমিয়ে কায়েমী স্বার্থকে বজায় রাখার ঘৃণ্য প্রয়াসে অন্ধেরা গলিতে ঘুরে ঘুরে তুচ্ছ বিষয়ে জাবর কেটে চলেছেন! এইজন্যই বলে, কথায় আছে, বারো হাত কাঁকুরের তেরো হাত বিচি!!!!!!
তা দাদা, এতবড় ঠাকুর ভক্ত, ঠাকুরকে অবিকৃতভাবে প্রতিষ্ঠার উপাসক হ'য়েও এখনও পর্যন্ত ভাব জাগলো না!? আর কবে জাগবে!? নিজের কোনও উপলব্ধি, অনুভূতি হয়নি এখনও পর্যন্ত যার উপর দাঁড়িয়ে দুটো অভিজ্ঞতা শেয়ার করতে পারেন!? এখনও পর্যন্ত এতটুকুও উপলব্ধি হ'লো না যে ঠাকুর আত্মজদের বিরুদ্ধে কুৎসা মহাপাপ!? এই কথা যে আপনাদের পথপ্রদর্শকদের আপনাদের শেখানো উচিত ছিল সেই সহজ সরল উপলব্ধিও হ'লো না আজ পর্যন্ত!? হবে না আর এই জীবনে! দুর্ভাগ্য আপনাদের!!! কথায় কথায় শুধু ধার করা বইয়ের কথা!? কথায় কথায় রেফারেন্স রেফারেন্স ব'লে উন্মাদের মত চিল চিৎকার!? দাদা, ঠাকুরের কথা যে সত্য হ'য়ে গেল!!!!!!!! বই পড়ে পড়ে যে বই হ'য়ে গ্যাছেন দাদা! বইয়ের মূল এসেন্স তো মজ্জাগত হ'লো না এখনও! আর কবে হবে!? ঘাটে গেলে!? দেখুন জলজ্যান্ত সামনাসামনি আর একটা রেফারেন্স দিলাম আপনাদের! ঠাকুর কি বললেন, "বই প'ড়ে বই হ'য়ে যেও না, তার essence (সার)-কে মজ্জাগত করতে চেষ্টা কর।"
তা আপনারা কি মজ্জাগত করেছেন? শ্রীশ্রীবড়দা, বড়দা পরিবার এবং মূল কেন্দ্রের সঙ্গে যুক্ত দীক্ষিতদের বিরুদ্ধে নিন্দা করা, কুৎসা করা, ব্যঙ্গ করা, টিটকারি দেওয়া, ঠেস দিয়ে কথা বলা, অশ্লীল গালাগালি করা, তীক্ষ্ণ 'র' সমালোচনা করা, অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় আক্রমণ করা, ষড়যন্ত্র করা ইত্যাদি নরকের দুর্গন্ধকে মজ্জাগত করেছেন!?
এগুলি অনুকূল ঠাকুরের শিক্ষা না প্রতিকূল ঠাকুরের!?
ঠাকুর পরিবারের ছবি বিক্রি হচ্ছে তাতেও আপনাদের শরীর জ্বলে যাচ্ছে!?!? এ তো সাংঘাতিক ব্যাধি, সংক্রামক ব্যাধি মশাই!!!!!!!! বর্তমান অত্যাধুনিক যুগে এসব কি গরুরগাড়ির যুগের কথাবার্তা?!?!? এটাতেও আপনাদের জ্বালা!? তা আপনারাও যাদের মানেন তাঁদের ফটো তুলুন না, তুলে দেওঘরের বাজারে ছাড়ুন না যেমন এখন ফেসবুকে ছাড়েন! ব্যবসায়ীদের ব্যবসা বাড়াতে তো কোনও বুদ্ধি দিতে পারবেন না, তাদের ব্যবসা খাওয়ার মানসিকতা কেন!? কেন পেটে লাথি মারার এত তীব্র বাসনা!? পাগল হ'য়ে গেছেন নাকি!? এত ভোঁতা কেন!?এত অস্থির কেন!? কোনও কিছু গ্রহণ করবার মানসিকতা বন্ধ্যা হ'য়ে গেছে!? ঠাকুরের মত মহাসমুদ্রকে এত মেপেছেন অথচ এতো এলোমেলো জীবন!?
ঠাকুরের পূর্ণাঙ্গ প্রার্থনা করা ও ঠাকুরকে আচার্য ব'লে মানার পরেও আচরণে কোনো উন্নতি বা পরিবর্তন হ'লো না!? ভয় নেই! এগিয়ে যান। ঠাকুর আছেন! ঠাকুর দেখছেন!!
এরপরে পরবর্তী প্রশ্ন।
(লেখা ৯ই অক্টোবর'২০১৯)
No comments:
Post a Comment