লেখায় উপমা প্রয়োগ!
কোন বিষয়কে কেন্দ্র ক'রে লেখালেখির সময় স্বাভাবিকভাবেই কিছু প্রবাদ বা উপমা প্রয়োগ করেন লেখক-লেখিকারা। যদিও আমি কোনও লেখক নই, ওই মাঝে মাঝে সামাজিক প্রেক্ষাপটে চোখের সামনে কিছু যখন ভেসে ওঠে তখন শব্দ দিয়ে দু'একটা মালা গেঁথে ফেলি আর সেগুলি আমার টাইম লাইনে পোষ্ট ক'রে দিই; এই যা মাত্র। ফেসবুককে মনে করেছিলাম সামাজিক আন্দোলনের একটা স্ট্রং মাধ্যম! ভেবেছিলাম ফেসবুকের মধ্যে দিয়ে সমাজকে সচেতন করার জন্য একটা সুসংবদ্ধ উচ্চমার্গীয় গণ আন্দোলন গড়ে তোলা যাবে! যদিও সেই আশায় এখনো পুরোপুরি ভাটা পড়েনি, কারণ আশায় মরে চাষা! কিন্তু ফেসবুক যদিও সেই আশা এখনো জাগিয়ে তুলতে পারেনি। উল্টে বিপরীত প্রতিক্রিয়া প্রবল! মিথ্যাচার, ব্যক্তিগত কুৎসিত আক্রমণ, দলীয় ক্ষুদ্রতর স্বার্থে প্রচার ইত্যাদি ইত্যাদির রমরমা প্রদর্শনে ফেসবুক অলংকৃত ক'রে রেখেছে! তবুও আমার বিশ্বাস ফেসবুককে জন সমাজের সর্বদিকের সুশিক্ষার শক্তিশালী মাধ্যম করা যেতে পারে তা সে যতই নেগেটিভ আবহাওয়া প্রবল হ'ক না কেন।
যাই হ'ক, এই আশাকে জাগিয়ে রাখার প্রয়াসে মাঝে মাঝে চেষ্টা করি মনের কিছু ভাবকে ছড়িয়ে দিতে। এমনই কোনও কোনও লেখাকে কেন্দ্র ক'রে কেউ কেউ আমায় প্রশ্ন করেন, আমি যে উপমা সহযোগে আমার লেখা পোস্ট করি তা কাউকে বলা উচিত কিনা। আমি তাদের সবিনয়ে জিজ্ঞেস করতে চাই, কোন ব্যক্তিকে উদ্দেশ্য ক'রে আমি কি কথা বলেছি? কাউকে নাম ধ'রে কি পোষ্টে উল্লেখিত বক্তব্য পোষ্ট করেছি? ফেসবুক পাঠক বা প্রশ্নকর্তা কি বলতে পারবেন কাকে উদ্দেশ্য ক'রে আমি আমার লেখার মধ্যে উপমা বা প্রবাদ প্রয়োগ করেছি?! সমষ্টিকে জড়িয়ে সামাজিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা ও ধর্মীয় অবস্থানের উপর ভিত্তি ক'রে কবি, লেখক, শিল্পী ইত্যাদি সমাজ সচেতন ব্যক্তিত্বরা ভুত, বর্তমান, ভবিষ্যতের উপর কবিতা লেখে, গল্প-উপন্যাস-নাটক রচনা করে, ছবি আঁকে, ছবি তৈরি করে। সেখানে কি তাঁরা সামগ্রিক পরিবর্তনের দিশা দেখানোর লক্ষ্যে কোনও একক ব্যক্তি বা বস্তুকে আক্রমণ করে? নাকি পচে যাওয়া, গোদ হ'য়ে ফুলে যাওয়া বা হঠাৎ খতরনাক টিউমারে পরিণত হওয়া ব্যবস্থাটাকে আক্রমণ করে? সমষ্টিকে হাতিয়ার করে নাকি শুধুই ব্যষ্টি নির্ভর মানসিকতা পোষণ করে?! আচ্ছা, সমাজে আতঙ্ক ছড়ানো ব্যক্তি বা গোষ্ঠীকে আতংকবাদী বললে কি সমাজের সমস্ত মানুষকেই আতংকবাদী ঘোষণা করা হয়?
আর একটা কথা না ব'লে পারছি না; যে বা যারা সমাজে দুর্গন্ধযুক্ত বাতকর্ম ক'রে সমাজজীবনকে দূষিত ক'রে তোলে তাদের উদ্দেশ্যে যদি উপমা বা প্রবাদ প্রয়োগ করা হয় তাতে দোষ বা অপরাধ কোথায়!?
তাই যারা আমাকে উপমা প্রয়োগ যুক্তিযুক্ত কিনা সে বিষয়ে প্রশ্ন করেছেন তাদের একটা কথায় বলতে পারি আর পারি সেই উপমা প্রয়োগেই!!!!!!
সেই কথায় আছে অর্থাৎ প্রবাদ বলে, "অতি ভক্তি চোরের লক্ষণ"!!!!!!!!! তাই নাকি!?
No comments:
Post a Comment