পরিবার বাঁচাতে যদি চাও
দয়ালের দরবারে কপটতা ও
মিথ্যার আশ্রয় ত্যাগ করো।
কার প্রতি রাখবো আস্থা?
কোথায় নেবো নিশ্বাস?
কোথায় নেবো নিশ্বাস?
কার উপর ভরসা?
শয়তান অত্যাচারীর প্রধান পৃষ্টপোষক ভীষ্মেরা।
আর সাধারণ জনগণ তাদের দাবার বোড়ে।
তাই Vox populi vox dei অর্থাৎ
জনগণের বাণী ঈশ্বরের বাণী হ'তে পারে না;
তাই Vox populi vox dei অর্থাৎ
জনগণের বাণী ঈশ্বরের বাণী হ'তে পারে না;
কথাটা ভুল।
গুরুর জয় নিশ্চিত হ'ক।
এই শপথ নিয়েই আমরা যেন একে অপরকে
'জয়গুরু' বলি সৎসঙ্গীরা; নতুবা নয়।
( লেখা ১লা মার্চ' ২০২৪)
উন্নতি-দুর্নীতি এখন হাত ধরাধরি ক'রে চলে!
গুরুর জয় নিশ্চিত হ'ক।
এই শপথ নিয়েই আমরা যেন একে অপরকে
'জয়গুরু' বলি সৎসঙ্গীরা; নতুবা নয়।
( লেখা ১লা মার্চ' ২০২৪)
উন্নতি-দুর্নীতি এখন হাত ধরাধরি ক'রে চলে!
সততা-অসততা একসঙ্গে ডানা মেলে ওড়ে!!
উন্নতির আড়ালে দুর্নীতি!?
সততার পোশাকে অসততা!?
তোমার মাথার সামনে যারা আছে বসে
তারা থাকুক বসে সেথায়;
বসতে দিও আমায় প্রভু তোমার পায়ে
জীবন আছে যেথায়।
দোল মানেই গন্ডগোল আর
উন্নতির আড়ালে দুর্নীতি!?
সততার পোশাকে অসততা!?
তোমার মাথার সামনে যারা আছে বসে
তারা থাকুক বসে সেথায়;
বসতে দিও আমায় প্রভু তোমার পায়ে
জীবন আছে যেথায়।
দোল মানেই গন্ডগোল আর
হোলি মানেই বলি?
চোরের মায়ের বড় গলা;
শালা, চলছে দলাদলির দালালি!
কাল ছিল দোল আর আজ হোলি;
ভোজনানন্দে মেতে সবাই ভজনানন্দ হলি!?
চোরের মায়ের বড় গলা;
শালা, চলছে দলাদলির দালালি!
কাল ছিল দোল আর আজ হোলি;
ভোজনানন্দে মেতে সবাই ভজনানন্দ হলি!?
শাবাশ! বন্ধু শাবাশ!!
এই না হ'লে আবার
ঠাকুর প্রেমী হ'লি!?
তুমি আসো, আসো বারবার,
এই না হ'লে আবার
ঠাকুর প্রেমী হ'লি!?
তুমি আসো, আসো বারবার,
এবার লীলা তোমার অতীব চমৎকার!
আচার্য পরম্পরা মাঝে খেলছো তুমি প্রভু,
খেলছো অনিবার!
ধর্ম কাকে বলে তা' আমি জানি না।
জানি শুধু এটুকুই ঈশ্বর,
আচার্য পরম্পরা মাঝে খেলছো তুমি প্রভু,
খেলছো অনিবার!
ধর্ম কাকে বলে তা' আমি জানি না।
জানি শুধু এটুকুই ঈশ্বর,
তোমার জীবন্ত উপস্থিতি ছাড়া
আর কিছুই মানি না।
আমি ধর্ম পালন করি।মানে,
রক্তমাংস সংকুল আমান ঈশ্বর
তোমার চলন বুকে ধরি।
জীবন একটাই কিন্তু
তাই, মরার আগে মরছো কেন বারবার?
আর কিছুই মানি না।
আমি ধর্ম পালন করি।মানে,
রক্তমাংস সংকুল আমান ঈশ্বর
তোমার চলন বুকে ধরি।
জীবন একটাই কিন্তু
তাই, মরার আগে মরছো কেন বারবার?
বৃত্তি সুখের উল্লাসে মন
কেন ছুটছে দুর্নিবার!?
আমি ধর্ম বুঝি তাই ঈশ্বর আর আমার মাঝে
কিছুই আর নাই
জীবন জুড়ে শুধুই তুমি যেদিকে তাকাই।
হাত বাড়ালেই ভেবেছিলাম নাড়ু পাবো
তাই বাড়িয়েছিলাম হাত;
বিশ্বাস ক'রে গেলাম ঠ'কে বন্ধু
কেন ছুটছে দুর্নিবার!?
আমি ধর্ম বুঝি তাই ঈশ্বর আর আমার মাঝে
কিছুই আর নাই
জীবন জুড়ে শুধুই তুমি যেদিকে তাকাই।
হাত বাড়ালেই ভেবেছিলাম নাড়ু পাবো
তাই বাড়িয়েছিলাম হাত;
বিশ্বাস ক'রে গেলাম ঠ'কে বন্ধু
মারলে পাছায় লাথ,
করলে মাথায় পদাঘাত!
তাঁর ইচ্ছায় আমার ইচ্ছা,
নিজের ইচ্ছা কিছু ছিল না।
তাঁর ইচ্ছার মাঝে তোমার
ইচ্ছার চালালে কোদাল
করলে মাথায় পদাঘাত!
তাঁর ইচ্ছায় আমার ইচ্ছা,
নিজের ইচ্ছা কিছু ছিল না।
তাঁর ইচ্ছার মাঝে তোমার
ইচ্ছার চালালে কোদাল
শাবাশ বন্ধু ! শাবাশ!!
নেই তার কোনও তুলনা।
আজ রঙের নেশায় নাকি
সুরার নেশায় মাতাল,
কোন নেশায় ছিলে মাতাল বন্ধু?
বিশ্বপিতার জন্মদিনে হ'লে পার
বৃত্তি-প্রবৃত্তির মহাসিন্ধু!
তাঁর কাজের তরে বাড়িয়েছিলাম হাত,
চেয়েছিলাম সাহায্য।
নেই তার কোনও তুলনা।
আজ রঙের নেশায় নাকি
সুরার নেশায় মাতাল,
কোন নেশায় ছিলে মাতাল বন্ধু?
বিশ্বপিতার জন্মদিনে হ'লে পার
বৃত্তি-প্রবৃত্তির মহাসিন্ধু!
তাঁর কাজের তরে বাড়িয়েছিলাম হাত,
চেয়েছিলাম সাহায্য।
সাহায্য তো দূরের কথা,
পাইনি সহানুভূতিটুকুও;
পেয়েছি শুধু আচরণ অন্যায্য।
পাইনি সহানুভূতিটুকুও;
পেয়েছি শুধু আচরণ অন্যায্য।
( লেখা ২রা মার্চ'২০১৮)
No comments:
Post a Comment