বাসা বাঁধছিল সন্দেহ সমস্ত মন জুড়ে
কোনও কথায় লাগছিলো না আর ভালো
ব'য়ে চলেছি এ জীবন আমি একাকী
জীবনভর দিয়েছি খালি ফাঁকি শুধু মনে হচ্ছিলো।
চারপাশে সবাই ঠিক আমি শুধু বেঠিক
সন্দেহের ঘুণ পোকা খাচ্ছিলো কুরে কুরে।
বিশ্বাস যাচ্ছিলো চলে ধীরে ধীরে।
ঠাকুরের মতো সুন্দর নেই কেউ আর ভুবন জুড়ে!
চেয়ে থাকি শুধু তাঁর নয়নপানে
তৃষ্ণা জুড়ায় আমার শুখা প্রাণে।
তথাপি বিশ্বাস যাচ্ছিলো চ'লে ধীরে ধীরে।
ঠাকুরের কথা, ঠাকুরের বাণী
শুনেছি অনেক, জেনেছি অনেকখানি
পড়েছি রাত্রিদিন, এমন সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা
দেখিনি আর কোথাও তবুও বিশ্বাস হচ্ছিল
ক্ষীণ থেকে ক্ষীণ; আমি অধম, অতি দীন।
চারপাশে যেদিকে যাই, যার পানে চাই
যাকেই করি বিশ্বাস রাজনীতি, শিক্ষা, আইন,
ধর্ম্ম সহ যত অঙ্গনে; মিথ্যা আর ভণ্ডামির
শুনি কোলাহল দিন শেষে প্রাঙ্গনে প্রাঙ্গনে।
সৎ, সততা, সত্য আর সাধুতার মুখোশের আড়ালে
আবডালে অসৎ, অসততা, অসত্য আর অসাধুতা
নটরাজ ভঙ্গিতে সবাই একসাথে নাচে তালে তালে।
এমনি সময়ে যখন চেয়েছি প্রলয়, হ'ক ধ্বংস,
ছারখার হ'য়ে যাক স্বর্গ, মর্ত, পাতাল;
তব সৃষ্টি মাঝে অনাসৃষ্টির কারিগর শয়তান
শিশুপালেদের আর নয় ক্ষমা শতবার
হে দয়াল! হ'ক বিস্ফোরণ, ফেটে চৌচির
হ'য়ে যাক ধরণী, বিলুপ্ত হ'ক তব সৃষ্টি
ঠিক তখনি দয়াল দেখা দিলে মোরে
ভাবী আচার্য মাঝারে আর করিলে শান্ত
মোর অশান্ত দেহ মন আত্মারে!
মধুর হাসিতে জুড়ালে প্রাণ, দিলে ত্রাণ
অবিশ্বাস আর সন্দেহে ক্ষতবিক্ষত আমারে!
মনে হয় যেন ডেকে আমারে বলিলে সযতনে
ছড়িয়ে হাসির ফোয়ারা, আয় মোর কাছে
অবিশ্বাস আর সন্দেহ কেন করিস মিছে
আমি তো রয়েছি তোর অন্ধকার মাঝে সাহারা।
হে দয়াল! সত্য আজ তোমা কথন
রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তুমি হে পুরুষোত্তম!!
শুনেছি অনেক, জেনেছি অনেকখানি
পড়েছি রাত্রিদিন, এমন সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা
দেখিনি আর কোথাও তবুও বিশ্বাস হচ্ছিল
ক্ষীণ থেকে ক্ষীণ; আমি অধম, অতি দীন।
চারপাশে যেদিকে যাই, যার পানে চাই
যাকেই করি বিশ্বাস রাজনীতি, শিক্ষা, আইন,
ধর্ম্ম সহ যত অঙ্গনে; মিথ্যা আর ভণ্ডামির
শুনি কোলাহল দিন শেষে প্রাঙ্গনে প্রাঙ্গনে।
সৎ, সততা, সত্য আর সাধুতার মুখোশের আড়ালে
আবডালে অসৎ, অসততা, অসত্য আর অসাধুতা
নটরাজ ভঙ্গিতে সবাই একসাথে নাচে তালে তালে।
এমনি সময়ে যখন চেয়েছি প্রলয়, হ'ক ধ্বংস,
ছারখার হ'য়ে যাক স্বর্গ, মর্ত, পাতাল;
তব সৃষ্টি মাঝে অনাসৃষ্টির কারিগর শয়তান
শিশুপালেদের আর নয় ক্ষমা শতবার
হে দয়াল! হ'ক বিস্ফোরণ, ফেটে চৌচির
হ'য়ে যাক ধরণী, বিলুপ্ত হ'ক তব সৃষ্টি
ঠিক তখনি দয়াল দেখা দিলে মোরে
ভাবী আচার্য মাঝারে আর করিলে শান্ত
মোর অশান্ত দেহ মন আত্মারে!
মধুর হাসিতে জুড়ালে প্রাণ, দিলে ত্রাণ
অবিশ্বাস আর সন্দেহে ক্ষতবিক্ষত আমারে!
মনে হয় যেন ডেকে আমারে বলিলে সযতনে
ছড়িয়ে হাসির ফোয়ারা, আয় মোর কাছে
অবিশ্বাস আর সন্দেহ কেন করিস মিছে
আমি তো রয়েছি তোর অন্ধকার মাঝে সাহারা।
হে দয়াল! সত্য আজ তোমা কথন
রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তুমি হে পুরুষোত্তম!!
( লেখা ৬ই মার্চ'২০২৩)
No comments:
Post a Comment