Powered By Blogger

Thursday, March 6, 2025

বিচিত্রা ১০৫

হে বিপ্লবী! হে বিজ্ঞানী! 
সমাজ সংস্কারক, মানব দরদী, হে পূজারী! 
মানবজাতি ধ্বংসের তুমিই ঈশ্বর অবিশ্বাসী 
ভয়ঙ্কর আনাড়ি কান্ডারি!
( লেখা ৬ই মার্চ'২০১৮)

টাকা আসবে টাকা যাবে
ধ'রে রাখতে পারবে না
চলন চরিত্র ঠিক না হ'লে
ভোগ করতে পারবে না!

ঠাকুরের বাণী, কথার অনুবাদ, 
ব্যাখ্যা করতে যেও না 
যদি সিদ্ধ না হও।
সিদ্ধ হ'লে কথা যাবে কমে 
সিদ্ধপুরুষ আচার্যদেবের যদি শরণ নাও!

নিজের জীবনটাই ঠাকুরের বাণী, 
কথার মূর্ত রূপ হ'য়ে উঠুক!
আচার্যদেবের সান্নিধ্যে জীবন মাঝে 
সেই বাণী-কথার মর্মার্থের আলো ফুটুক!!

ঠাকুরের বাণী-কথার ব্যাখ্যা করো 
এতবড় পন্ডিত তুমি!?
মনের আয়নায় নিজের জীবন দেখো 
দেখতে পাবে ফাঁকির খনি!!

The greatest phenomenon of the world:
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।
বিশ্বের সর্বশ্রেষ্ঠ লজ্জা: 
বাংলা ও বাঙালি! ভাগ্য মন্দ!!

কোনও মন্তব্য করার আগে 
একবার থমকে দাঁড়াও আর 
দেখে নাও, বুঝে নাও
কি বলছো, কাকে বলছো!
( লেখা ৬ই মার্চ'২০১৯)

No comments:

Post a Comment