Powered By Blogger

Thursday, March 20, 2025

প্রবন্ধঃ করোনা ও ক'রোনা (৪)

করোনা রোগের প্রতিষেধক হিসেবে সরকার পক্ষ থেকে ও চিকিৎসক মহল কিছু কিছু বিষয় করা আর না করার আবেদন জানিয়েছে সাধারণ মানুষের উদ্দেশ্যে। বারবার সাবান দিয়ে হাত ধোওয়া, চোখে-নাকে-মুখে হাত না দেওয়া, মুখে মাস্ক ব্যবহার করা, পরস্পর থেকে দূরত্ব বজায় রাখা, জনসমাগম থেকে দূরে থাকা, অসুস্থ অবস্থায় ঘরে থাকা ইত্যাদি।


আর শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র কুটিল দুষ্ট রোগের হাত থেকে বাঁচতে মানুষকে ধর্মের মর্মকথা বোঝাতে গিয়ে ছোট ছোট ছড়ার মাধ্যমে বলেছিলেন,


স্পর্শ দোষে জীবাণু ধায় সংশ্রবেতে মন----
এই বুঝে তুই চলিস-ফিরিস বুঝলি বিচক্ষণ? ৬৭
বাহ্যি ক'রে ময়লা ঘেঁটে হাতটি ধুয়ে ফেলে,
ভাল ক'রে মাটি-জলে শুদ্ধি নাহি পেলে,
চর্ম্মরেখায় মলের কণা লুকিয়ে ধ'রে লক্ষ ফণা
চোখ আড়ালে ছোবল দিয়ে মারেই বিষটি ঢেলে। ২২
চোখের জল বা পিচুটি মুছে চোখ-হাত ধুয়ে ফেলাই ভাল,
নইলে কিন্তু হ'বি সবই হরেক ব্যাধির কুজঞ্জাল। ২৯
শিকনি ঝেড়ে ধোয় না হাত
বক্ষ ব্যাধির হয় উৎপাত। ৩৩
মলত্যাগ আর প্রস্রাব ক'রে উপযুক্ত শৌচে যাবি,
নইলে জানিস খল ব্যাধিতে হঠাৎ কিন্তু নষ্ট পাবি। ৩৪
যা' ছুঁলে যা ধরলে যা' ধরলে রে তোর
শরীর-জীবন বিষাক্ত হয়,
সেই ধরা, সেই করাগুলিতেই অস্পৃশ্যতার নীতি রয়। ৫৪


এমনিভাবেই নানা প্রকারে শ্রীশ্রীঠাকুর বহু বছর আগেই ক'রোনার মাধ্যমে অর্থাৎ করা আর না করার নির্দেশ দানের মাধ্যমে আমাদের সাবধান ক'রে দিয়েছেন করোনার মত নানা আরো ভয়াবহ মারণাস্ত্র মোকাবিলার।
শেষ। ( লেখা ২১শে মার্চ'২০২০)

No comments:

Post a Comment